কলকাতা:  করোনায় দেশে কমল দৈনিক মৃত্যু, সুস্থতা। বাড়ল দৈনিক সংক্রমণ।

দৈনিক মৃত্যুতে দেশে আজও তৃতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৫ জনের। তালিকায় শীর্ষে মহারাষ্ট্র। একদিনে সেখানে মৃত্যু হয়েছে ১৬১ জনের। দৈনিক মৃত্যুতে দ্বিতীয় স্থানে দিল্লি। সেখানে মৃত্যু হয়েছে ৬৪ জনের।

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৫ জনের। বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ৫৪। বুধবার ৫৫। মঙ্গলবার ৫৬। সোমবার ৫৭।

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৪২
বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ৩ হাজার ৯৪৮। বুধবার ৩ হাজার ৯৮১। সোমবার ৩ হাজার ৯৫৭ জন।

দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুতে ফের শীর্ষে কলকাতা। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ১৫। এই নিয়ে এখনও পর্যন্ত কলকাতায় । ৮৬ হাজার ৫৩৬ জন করোনা আক্রান্ত হলেন। মৃত্যু হয়েছে ২ হাজার ২৮৭ জনের।

ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৫৬২ জনের।গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৭৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬৭০।

দেশে আক্রান্তের সংখ্যা ৮৪ লক্ষ ৬২ হাজার ৮১। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৩৫৭ জন। গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৪৭ হাজার ৬৩৮।

ICMR সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ১১ লক্ষ ১৩ হাজার ২০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ৬ নভেম্বর পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ১১ কোটি ৬৫ লক্ষ ৪২ হাজার ৩০৪টি নমুনা।