নয়াদিল্লি: ফের শ্রীলঙ্কার পাশে ভারত। অর্থনৈতিক সঙ্কটে ভোগা পড়শির পাশে দাঁড়াতে জ্বালানি তেল পাঠালো ভারত সরকার। ১২টি জাহাজের (Shipments) মাধ্যমে মোট ৪ লক্ষ মেট্রিক টন (400,000 Metric Tones) জ্বালানি তেল পাঠিয়েছে ভারত। শ্রীলঙ্কায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে টুইট করে এই পদক্ষেপের কথা জানানো হয়েছে। 


টুইট বার্তা:
টুইটে জানানো হয়েছে, ১২টি শিপমেন্টে ৪ লক্ষ মেট্রিন টন ডিজেল পাঠানো হয়েছে শ্রীলঙ্কায় (Sri Lanka)। ক্রেডিট লাইন ফর ফুয়েলের (Credit Line for Fuel) -এর অধীনে এই কাজটি করা হয়েছে। 


 






এর আগেও সাহায্য:
সম্প্রতি শ্রীলঙ্কায় ৬৫ হাজার মেট্রিক টন ইউরিয়া পাঠিয়েছিল ভারত। কৃষিকাজে সাহায্য করার জন্যই ইউরিয়া পাঠিয়েছে ভারত। তার আগে ভারতে থাকা শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ভারতের সার মন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।


কোভিডের সময় ধসে পড়া পর্যটন শিল্পের (Tourism Industry) কারণে প্রবল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে শ্রীলঙ্কা। সেই সময়ই হঠাৎ করে জৈব চাষের সিদ্ধান্ত নেওয়া হয় শ্রীলঙ্কায়। কিন্তু প্রয়োজনীয় দক্ষতা ও প্ল্য়ানিং ছাড়াই এমন কাজের জন্য কৃষিকাজে ভয়াবহ ক্ষতি হয়। যার জন্য প্রবল খাদ্যসঙ্কটের মুখে পড়ে শ্রীলঙ্কা। পাশাপাশি পড়শি দেশের বিদেশি মুদ্রার তহবিলও শেষ হয়ে যায়। এর ফলে বিদেশ থেকে জ্বালানিও আনতে পারছিল না শ্রীলঙ্কা। টান পড়েছে খাবারেও (Food)। এই পরিস্থিতিতেই প্রবল বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল ভারতের পড়শি দেশ। সরকারি বিরোধী বিক্ষোভের কারণে দুইবার করে জরুরি অবস্থাও (Emergency Situation) জারি করতে হয়েছে। শেষ পর্যন্ত পদত্যাগ করেন শ্রীলঙ্কার সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে (Mahindra Rajapaksa)। তারপর থেকেই শ্রীলঙ্কায় দফায় দফায় সরকার ও সরকারি বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাতে মৃত্যু হয়েছে, মারা গিয়েছেন রাজনৈতিক নেতাও। তারপর শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী পদে বসেছেন রনিল বিক্রমসিঙ্ঘে। পদে বসেই ভারতকে ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ধন্যবাদ দিয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী। সঙ্কটের সময় শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর জন্যই ধন্যবাদ বলে জানিয়েছিলেন তিনি। তারপরেই এবার ডিজেল (Diesel) পাঠিয়ে ফের শ্রীলঙ্কার পাশে দাঁড়াল ভারত।         


আরও পড়ুন: এক পরিবার থেকে একজনই টিকিট পাক, রাজস্থানে দলীয় শিবিরে সওয়াল রাহুলের