কলকাতা: বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর তা নিয়ে তুঙ্গে উন্মাদনা। চলতি মাসের ১৫ থেকে ১৬ মে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ( Lunar Eclipse) হবে। কিন্তু পৃথিবীর সব প্রান্ত থেকে একই সঙ্গে গ্রহণ দেখা যায় না। ১৫ মে'র গ্রহণও দেখা যাবে না। বিশ্বের কিছু কিছু জায়গা থেকে দেখা মিলবে এর।


কোথা থেকে দেখা যাবে:
উত্তর ও দক্ষিণ আমেরিকার (America) বিস্তীর্ণ এলাকা, ইউরোপ এবং আফ্রিকার কিছু এলাকা থেকে দেখা যাবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। কিন্তু ভারত থেকে দেখা যাবে না। তাহলে এদেশের উৎসাহীরা কী করবেন? বিরল ওই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে ব্যবস্থা করা হয়েছে অনলাইন ইভেন্টের (Online Event)। অনলাইনে চন্দ্রগ্রহণের প্রতিটা মুহূর্ত দেখা যাবে ইন্টারনেটে। 


অনলাইনে গ্রহণ-দর্শন:
গ্রহণের ঘটনার লাইভস্ট্রিম করবে নাসা (NASA)। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পুরো সময়টা জুড়ে চলবে লাইভস্ট্রিম (Live Stream)। বিশ্বে সব জায়গা থেকে গ্রহণ দেখা সম্ভব নয়। সেই কারণে ওই দেশগুলিতে থাকা উৎসাহীদের জন্য এই ব্যবস্থা আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখানোর জন্য ইতিমধ্যেই স্ট্রিম তৈরি করা হয়েছে। 
 
অনলাইন দর্শনের হাল-হদিস:
ইউটিউব (youtube), ফেসবুক (facebook), নাসা টেলিভিশন (NASA television) বা  NASA.gov/live থেকে লাইভস্ট্রিম দেখা যাবে। ভারতীয় সময় অনুযায়ী ১৬ মে সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে এই গ্রহণ। প্রতিটা পদক্ষেপ দেখা যাবে এই স্ট্রিমিংয়ে। তার সঙ্গেই বিশেষজ্ঞরাও প্রতিটা মুহূর্ত বিশ্লেষণ করে বুঝিয়ে দেবেন।


রয়েছে আরও অপশন:
timeanddate.com -এই ওয়েবসাইটের ইউটিউব চ্যানেলেও দেখানো হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
       


পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন হয়?
যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী এসে পড়ে। সেই সময় সূর্যের আলোকে চাঁদের ওপর পড়তে বাধা দেয় পৃথিবী। পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে গ্রহণ হয়। পৃথিবীর ছায়া কতটা পরিমাণ চাঁদের কতটা অংশের উপর পড়ছে তার উপর ভিত্তি করেই আংশিক, পূর্ণগ্রাস এবং অন্য ধরনের  গ্রহণ হয়ে থাকে। 


আরও পড়ুন: বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কি দেখা যাবে ভারতে?