দিল্লি : করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত জেরবার ভারত। গত ২৪ ঘণ্টাতেও সাড়ে তিন লক্ষর বেশি মানুষ আক্রান্ত। এই পরিস্থিতিতে বিশ্বের একাধিক বন্ধু-দেশ ভারতের জন্য উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছে। এবার সাহায্যের হাত নিয়ে এগিয়ে এল গুগল। চিকিৎসা সামগ্রী, অক্সিজেন এবং করোনা পরীক্ষার কিট কেনার জন্য ১৩৫ কোটি টাকা সাহায্যের ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে।
এই অনুদান দু'ভাবে দেবে Google.org। ভারতে নিযুক্ত সংস্থার প্রধান এবং ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় গুপ্তা জানিয়েছেন, "করোনায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত যে সব পরিবার তাদের রোজের খরচ চালানোর জন্য যাতে নগদ টাকা দেওয়া যায় সেজন্য এক দফায় সাহায্য করা হবে ভারতকে। আর দ্বিতীয় দফায় সাহায্যের অর্থ যাবে UNICEF-এর কাছে। সেই টাকা জরুরি ভিত্তিতে অক্সিজেন এবং করোনা পরীক্ষার সামগ্রী সহ চিকিৎসার অন্য সামগ্রী কেনার জন্য ব্যবহার করা হবে। ভারতের যেখানে এর প্রয়োজন বেশি, সেখানে এই অর্থ ব্যয় করা হবে। "
এদিকে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গুগল ও অ্যালফ্যাবেটের সিইও সুন্দর পিচাই। টুইটারে তিনি লিখেছেন, ভারতের করোনা পরিস্থিতি দেখে আমি বিধ্বস্ত। চিকিৎসা সামগ্রী এবং ঝুঁকির মধ্যে রয়েছে যে সব সম্প্রদায় তাদের @GiveIndia,@UNICEF-এর মাধ্যমে সাহায্য করা হবে। এজন্য গুগল এবং গুগল ব্যবহারকারীরা ১৩৫ কোটি টাকার জোগান দিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত একদিনে ভারতে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১ জন ৷ মৃত্যু হয়েছে ২৮১২ জনের ৷ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। দেশের বিভিন্ন প্রান্তে হাসপাতালে অক্সিজেন ও ওষুধ সামগ্রীর ঘাটতি দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে ভারতে ইংরেজি এবং আঞ্চলিক আটটি ভাষায় কোভিড সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে হাজির গুগল। কোথায় করোনা পরীক্ষা করা যাবে, ভ্যাকসিন নেওয়া যাবে এসব তথ্য থাকছে তাতে। এর পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ভ্যাকসিন নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করছে গুগল।