নয়াদিল্লি: করোনার হাত থেকে নেপালের নাগরিকদের বাঁচাতে কাঠমান্ডুকে ১০টি ভেন্টিলেটর উপহার দিল ভারত। এগুলির মূল্য ২ কোটি ৮০ লক্ষ টাকা।


নেপালের ভারতীয় দূতাবাস জানিয়েছে, নেপালের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল পূর্ণচন্দ্র থাপার হাতে এই ভেন্টিলেটরগুলো তুলে দেন ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কাটরা। নেপালি সেনার সদর দফতরের গ্র্যান্ড হলে হয়েছে অনুষ্ঠান। দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এই ভেন্টিলেটরগুলি শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত নানা কাজে ব্যবহার করা যাবে। হাসপাতালের আইসিইউ, মাল্টিস্পেশালিটি হাসপাতাল, ডেডিকেটেট আইসিইউ- সবেতেই এগুলির ব্যবহার সম্ভব। এগুলি পোর্টেবল, ইনটেনসিভ কেয়ারে কোনও রোগীর যদি প্রয়োজন পড়ে, তবে দ্রুত তুলে নেওয়া যাবে ভেন্টিলেটরগুলি।

দূতাবাস আরও বলেছে, বিপদে পড়লে দীর্ঘদিন ধরে নেপালি সেনাকে প্রথম সাহায্য করে ভারতীয় সেনা, তা সে মানবিক সাহায্যই হোক বা ত্রাণ। দুই সেনার মধ্যে মানবিক বোঝাপড়ার অংশ হিসেবেই এই ভেন্টিলেটর উপহার দেওয়ার সিদ্ধান্ত।

করোনা অতিমারী রুখতে ভারত সরকার নেপালি জনগণকে সবরকম সাহায্য করবে বলে ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছেন।

নেপালে এখনও পর্যন্ত ২২,৫৯২ জন করোনা আক্রান্তের খবর মিলেছে, ৭৩ জন এখনও পর্যন্ত এই রোগে প্রাণ হারিয়েছেন।