নয়াদিল্লি: পাকিস্তানের হামলার পাল্টা জবাব দিল ভারত। ফের লাহৌরে ড্রোন হামলা (Drone Attack) করল ভারত। পাকিস্তানের পঞ্জাবের শিয়ালকোটে ড্রোন হামলা চালানো হয়েছে। একইসঙ্গে করাচি ও ইসলামাবাদে পালটা জোরালো প্রত্যাঘাত করেছে ভারত।
পাকিস্তানে প্রত্যাঘাত ভারতের: পাঞ্জাব প্রদেশের সবথেকে বড় শহর লাহৌর থেকে বন্দর শহর করাচি। এদিন সন্ধে থেকে সেখানে বাজছে সাইরেন। একেবারে ব্ল্যাকআউট পরিস্থিতি লাহৌর, শিয়ালকোট, করাচি ও ইসলামাবাদে এই চার শহরে। এদেশে হামলার পাল্টা জবাব দিয়েছে ভারত। শেষ পাওয়া খবর অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনী ৭ শহরে আঘাত হেনেছে। লাহৌরের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী।
একদিকে পাকিস্তানের পরপর হামলার চেষ্টা ব্য়র্থ করে দেওয়া, অন্য়দিকে, পাকিস্তানের একের পর এক শহরে জোরাল প্রত্য়াঘাত। মিসাইল, ড্রোন থেকে যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়ে বৃহস্পতিবার রাতে ফের পাকিস্তানকে নিজের ক্ষমতা বোঝাল ভারত। হামলা চালাতে আসা পাকিস্তানের দুটো JF-17 এবং একটা F-16 যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ভারত। পাকিস্তানের ছোড়া একটাও মিসাইল এবং ড্রোন টার্গেটে পৌঁছনো দূরে থাক, মাঝ আকাশেই তাদের ধ্বংস করে দিল ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম S-400। আর এরপরই পাকিস্তানের ওপর ফের জোরাল প্রত্য়াঘাত করল ভারত। একসঙ্গে পাকিস্তানের সাতটা শহরে অ্য়াকশনে নামল ভারতীয় সেনাবাহিনী। সরাসরি টার্গেট করা হল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে। তার সঙ্গে করাচি, লাহৌর, বাহাওয়ালপুর, শিয়ালকোট--- একের পর এক পাকিস্তানের বড় শহরকে নিশানা করল ভারতীয় সেনা।