নয়াদিল্লি : গত ২৪ ঘণ্টায় বাড়ল করোনা সংক্রমণ। একদিনে সংক্রমিত হলেন ১২ হাজার ১৯৩ জন। এর সাথে সাথে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭ হাজার ৫৫৬ জনে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর। দেশে মোট করোনা আক্রান্ত ৪,৪৮,৮১,৮৭৭। 


এদিকে করোনায় ৪২ জনের মৃত্যুর সাথে সাথে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩১ হাজার ৩০০ জনে। দেশে করোনায় মোট সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট সূত্রের খবর। করোনা থেকে সেরে উঠেছেন ৪,৪২,৮৩,০২১। মৃতের হার ১.১৮ শতাংশ। 


এদিকে রাজ্য়ে একই দিনে দুই করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। দমদমের ৮০ বছরের বৃদ্ধের পর, এবার খড়দার বাসিন্দা ৯২ বছরের বৃদ্ধার মৃত্যু হল বেলেঘাটা আইডি হাসপাতালে।


হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার ব্যারাকপুরের বেসরকারি হাসপাতাল থেকে বৃদ্ধাকে রেফার করা হয় বেলেঘাটা আইডি-তে। করোনা পজিটিভ ও বাধর্ক্যজনিত একাধিক অসুখে ভুগছিলেন বৃদ্ধা। ক্রিটিক্যাল কেয়ার ভর্তি থাকাকালীন শুক্রবার তাঁর মৃত্যু হয়। এই নিয়ে চলতি মাসে বেলেঘাটা আইডি-তে ৩ করোনা আক্রান্তের মৃত্যু হল। এই মুহূর্তে করোনা আক্রান্ত আরও ৫ জন সঙ্কটজনক অবস্থায় বেলেঘাটা আইডি-তে ভর্তি রয়েছেন। 


এর আগে  বেলেঘাটা আইডি হাাসপাতালে মৃত্য়ু হয় দমদমের বাসিন্দা ৮০ বছরের এক ব্য়ক্তির। স্বাস্থ্য় ভবন সূত্রে খবর, তিনি কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। এছাড়া বার্ধক্য় জনিত কোমর্বিডিটি ছিল। 


বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোভিডের নতুন ভ্যারিয়েন্ট XBB1.16 টিকার কবচ বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে এড়াতে পারে। গতিপ্রকৃতি যেদিকে তাতে আগামী চার সপ্তাহ কড়া নজরে রাখতে হবে বলে জানিয়েছেন তাঁরা।


ANI সূত্রের খবর, AIIMS-এর প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়া বলেছেন, 'সারা দেশে নতুন করে কোভিড সংক্রমণ বাড়ছে। তবে এই সংক্রমণের অধিকাংশই মৃদু উপসর্গযুক্ত। হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাও তেমন বাড়ছে না। এখন ভয়ের মতো পরিস্থিতি নেই।


১৮ এপ্রিল পশ্চিমবঙ্গ সরকার কোভিড ১৯-এর জন্য একটি গাইডলাইন প্রকাশ করেছিল। তাতে ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছিল। বয়স্ক, শিশু, গর্ভবতী মহিলা এবং কো-মর্বিডিটি রয়েছে এমন ব্যক্তিদের ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। বারবার হাত ধোওয়া, অ্যালকোহল-বেসড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে তাতে। কোভিড পজিটিভ হলে এক সপ্তাহ হোম আইসোলেশনে থাকার কথা বলা হয়েছে। রাজ্যের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।