কলকাতা: সার্জিকাল স্ট্রাইক ও বালাকোট অভিযানের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে একাসনে চলে এসেছে ভারত—যারা শত্রুর এলাকায় ঢুকে জওয়ান হত্যার বদলা নিতে সামরিক অভিযান চালাতে সক্ষম। কলকাতায় এসে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন রাজারহাটে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-র একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখছিলেন শাহ। তিনি বলেন, সার্জিকাল স্ট্রাইকের আগে– মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল -- শুধুমাত্র দুটি দেশ গোটা বিশ্বে পরিচিত ছিল, যারা শত্রুর ডেরায় ঢুকে নিজ সেনার হত্যার বদলা নিয়েছে। তবে,, এখন সেই তালিকায় ভারতের নাম সংযোজিত হয়েছে।
অমিত শাহ মনে করিয়ে দেন, দেশের নিরাপত্তাই নরেন্দ্র মোদির সরকারের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যারা দেশকে বিভক্ত করার চেষ্টা চালাচ্ছে এবং শান্তি ভঙ্গের অপচেষ্টা করছে, তাদের উচিত এনএসজি-কে ভয় পাওয়া। তাতেও যদি তারা না থামে, তাহলে এনএসজি তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে পরাজিত করা। কলকাতায় পা রেখেই প্রথমে এনএসজি-র নতুন ভবনের উদ্বোধন করেন তিনি।
সিএএ-সংঘাতের আবহে রাজ্যে এসেছেন অমিত শাহ। আজ শহিদ মিনারে তাঁর সভা। এই সভা থেকেই অমিত শাহ সূচনা করবেন ‘আর নয় অন্যায়’ কর্মসূচি। পুরভোটের মুখে এই সভা ঘিরে বিজেপি শিবিরে তৎপরতা তুঙ্গে। দুপুর আড়াইটেয় শহিদ মিনারের অমিত শাহর সভা। বিকেল পৌনে ৪টে নাগাদ কালীঘাট মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সন্ধে ৬টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত রাজারহাটের হোটেলে রাজ্য নেতৃত্বের সঙ্গে কয়েক দফায় বৈঠক করবেন অমিত শাহ। রাতেই দিল্লি ফিরবেন তিনি।