ক্রাইস্টচার্চ: দুরন্ত প্রত্যাঘাত ভারতীয় পেসারদের। মহম্মদ শামি-যশপ্রীত বুমরাহদের দাপটে ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ২৩৫ রানে। শামি ৮১ রানে নিলেন ৪ উইকেট। ৬২ রানে ৩ উইকেট নিলেন বুমরাহ। ৭ রানের লিড পেল ভারত। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ফের কিছুটা চাপে ভারত।


হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ২৪২ রানে শেষ হয়েছিল ভারতের ইনিংস। রবিবার সকালে দ্বিতীয় দিনের শুরুতে বিনা উইকেটে ৬৩ নিয়ে শুরু করেছিল নিউজিল্যান্ড। শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন ভারতীয় পেসাররা। সকালের দু’ঘন্টায় এল পাঁচ উইকেট। কিউয়িরা যোগ করলেন মাত্র ৭৯ রান। পর পর আউট হলেন টম ব্লান্ডেল (৩০ রান), অধিনায়ক কেন উইলিয়ামসন (৩ রান), রস টেলর (১৫ রান), টম ল্যাথাম (৫২ রান) ও হেনরি নিকলস (১৪ রান)।

শেষ দিকে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন কিউয়ি পেসার কাইল জেমিসন। ৬৩ বলে তিনি করলেন ৪৯ রান। যাতে ছিল সাতটি বাউন্ডারি। কলিন ডি গ্র্যান্ডহোম (২৬ রান), নিল ওয়্যাগনার (২১ রান) তাঁকে সঙ্গত করেন। ১৫৩ রানে ৭ উইকেট পড়ার পর শেষ তিন উইকেটে যোগ হল ৮২ রান। শামি-বুমরাহ ছাড়া উইকেট পেলেন রবীন্দ্র জাডেজা (২-২২) ও উমেশ যাদব (১-৪৬)।

তবে লিড পেলেও দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ফের কিছুটা চাপে পড়ে গিয়েছে ভারত। ময়ঙ্ক অগ্রবাল (৩ রান) ও পৃথ্বী শ (১৪ রান)-কে ফেরান ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। ব্যাট হাতে ফের ব্যর্থ বিরাট কোহালি। তিনি ফেরেন মাত্র ১৪ রানে। কলিন ডি গ্র্যান্ডহোমের বলে এলবিডব্লিউ হয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর ৬০/৩।