নয়া দিল্লি : চিনের নাগরিকদের (Chinese Citizen) জন্য ইস্যু করা পর্যটন ভিসা সাসপেন্ড (Visa Suspended) করল ভারত। গ্লোবাল এয়ারলাইন্স সংস্থা আইএটিএ ২০ এপ্রিল তার সদস্যদের একথা জানিয়েছে।


ভারত চিনের কাছে প্রায় ২২ হাজার ভারতীয় শিক্ষার্থীর সমস্যার কথা তুলে ধরেছে । এরা চিনের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। কিন্তু, ফিজিক্যাল ক্লাসে ফিরে যেতে পারছেন না। কারণ, প্রতিবেশী দেশ আজ পর্যন্ত ভারতীয় ছাত্রদের প্রবেশের অনুমতি দেয়নি। 


প্রসঙ্গত, ২০২০ সালে করোনা অতিমারী শুরুর পর সেখানে পাঠরত ভারতীয় ছাত্র-ছাত্রীরা চিন থেকে ফিরে আসেন। 


এই পরিস্থিতিতে ভারতের বিষয়ে ২০ এপ্রিল জারি করা একটি সার্কুলারে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) জানিয়েছে, "চিনের (গণপ্রজাতন্ত্র) নাগরিকদের দেওয়া ট্যুরিস্ট ভিসা আর বৈধ নয়।"


এতে বলা হয়েছে যে, নিম্নলিখিত যাত্রীদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে : ভুটান, ভারত, মলদ্বীপ এবং নেপালের নাগরিক। ভারত কর্তৃক জারি করা আবাসিক পারমিট সহ যাত্রী; ভারত কর্তৃক ইস্যু করা ভিসা বা ই-ভিসা সহ যাত্রী; ভারতের বিদেশি নাগরিক (OCI) কার্ড বা বুকলেট সহ যাত্রীরা ; ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি (PIO) কার্ড সহ যাত্রী; এবং কূটনৈতিক পাসপোর্ট সহ যাত্রীরা।


আইএটিএ আরও বলেছে যে, ১০ বছরের মেয়াদ সহ ট্যুরিস্ট ভিসা আর বৈধ নয়। উল্লেখ্য, IATA হল একটি গ্লোবাল এয়ারলাইন্স সংস্থা যার প্রায় ২৯০ সদস্য রয়েছে যা বিশ্বব্যাপী এয়ার ট্রাফিকের ৮০ শতাংশেরও বেশি।


MEA মুখপাত্র অরিন্দম বাগচি গত ১৭ মার্চ জানিয়েছিলেন যে , কঠোর বিধিনিষেধের জেরে হাজার হাজার ভারতীয় শিক্ষার্থীর অ্যাকাডেমিক কেরিয়ার সমস্য়ার মধ্যে পড়েছে। এব্যাপারে ভারত বেইজিংকে একটি "সুযোগপূর্ণ অবস্থান" গ্রহণ করার আহ্বান জানিয়েছে।


বাগচি জানান, চিনের বিদেশ মন্ত্রকের একজন মুখপাত্র ৮ ফেব্রুয়ারি বলেছিলেন যে চিন বিষয়টি দেখছে এবং বিদেশি শিক্ষার্থীদের চিনে ফিরিয়ে আনার অনুমতি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু, আজ পর্যন্ত, চিন ভারতীয় ছাত্রদের প্রত্যাবর্তন সম্পর্কে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া দেয়নি। আমরা চিনকে আমাদের শিক্ষার্থীদের স্বার্থে একটি সহানুভূতিশীল অবস্থান গ্রহণ করার কথা বলেছি। যাতে তাঁরা দ্রুত চিনে প্রত্যাবর্তনের সুবিধা পান। শিক্ষার্থীরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারেন।