নয়াদিল্লি: কোথাও সব হারানোর হাহাকার, কোথাও প্রিয়জনকে খুঁজে বেড়ানোর চেষ্টা। গত ২৪ ঘণ্টায় তুরস্ক ও সিরিয়ার ছবিটা এমনই। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত দুই প্রতিবেশী দেশ। ৪ হাজার ৩৬৫ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ১৪ হাজারের বেশি।


সাহায্যের হাত বাড়াল ভারত: এই পরিস্থিতিতে তুরস্কের পাশে দাঁড়াল ভারত। সাহায্যের হাত বাড়িয়েছে আরও ১৯টি দেশ।  ইতিমধ্যেই সেদেশে পাঠানো হয়েছে ত্রাণ সামগ্রী। গতকাল মধ্যরাতে ভূমিকম্পে বিধ্বস্ত প্রতিবেশী দেশে ভারতীয় বায়ুসেনার বিমানে পাঠানো হয় ত্রাণসামগ্রী। প্রধানমন্ত্রীর দফতরের ঘোষণার পরই প্রয়োজনীয় জিনিস নিয়ে সেদেশে পাড়ি দিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভারতের তরফে পাঠানো হয়েছে চিকিৎসা সরঞ্জাম, উন্নত ড্রিলিং মেশিন। এছাড়াও নিখোঁজদের সন্ধান, উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় একাধিক সামগ্রী পাঠিয়েছে ভারত। আরও ১৯টি দেশও একইভাবে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। আপৎকালীন জেনারেটর, তাঁবু, ব্ল্যাঙ্কেট, জল দিয়ে সাহায্যের ঘোষণা করেছে জার্মানি। অনুসন্ধান এবং উদ্ধারকাজের জন্য ৭৬ বিশেষজ্ঞ পাঠাচ্ছে ব্রিটেন। উদ্ধারকাজের জন্য ৮৫ জনকে পাঠাচ্ছে স্পেন।                                        


বাড়তে পারে মৃতের সংখ্যা:  বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, মৃতের সংখ্যা ৮ গুণ বাড়তে পারে। ৩২ হাজার মানুষের প্রাণ যেতে পারে এই ভূমিকম্পে। গতকাল ভোরে প্রথমবার কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। পরপর ৩টি ভূমিকম্প ও কয়েকটা আফটার শকে দুটি দেশে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঘরবাড়ি, বহুতল। ঘুমের মধ্যেই চাপা পড়েন বহু মানুষ। উদ্ধারকাজ চলার পাশাপাশি, ধ্বংসস্তূপের মধ্যে অনেকেই খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনকে। এর আগে ১৯৯৯ সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়।


যেদিকে চোখ যায় সেদিকেই ধ্বংসস্তুপ। শহরের চেনা ছবিটা এক লহমায় গিয়েছে বদলে। মুহূর্তের মধ্যে শেষ সবটা। ভূমিকম্পের এই ছবি রীতিমতো ভয় ধরানোর মতো।  ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে শুরু হয়েছে বৃষ্টি ও প্রবল তুষারপাত।এর মধ্যেই চলছে উদ্ধারকাজ। নামানো হয়েছে সেনা। ধ্বংসস্তূপের মধ্যে থেকে কাউকে ২১ ঘণ্টা, কাউকে ১৪-১৫ ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয়েছে। ভেঙে পড়া ঘরবাড়ি থেকে শেষ সম্বলটুকু খুঁজে বেড়ানোর চেষ্টা করছেন অনেকেই। চোখের সামনে প্রিয়জনের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। 


আরও পড়ুন: Turkey Syria Earthquake : যেন মহাপ্রলয়! কম্পনে শহর মৃত্যপুরী, মৃত্যু ৪ হাজার ছুঁইছুঁই