শ্রীনগর: দুপুরের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সোশ্যাল মিডিয়ায় প্রথম ঘোষণা করেছিলেন যে, সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। তারপর দুই দেশের তরফেই জানানো হয়েছিল যে, শনিবার বিকেল  পাঁচটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সোমবার, ১২ মে ফের দুই দেশের সেনাপ্রধানদের আলোচনা হওয়ার কথা।
 
আর তার মাঝেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। শনিবার রাত ৮টা নাগাদ সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় শোনা গেল গুলির আওয়াজ। বিচলিত, ক্ষুব্ধ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে ক্ষোভ উগরে দিলেন। এক্স হ্যান্ডলে ওমর লিখলেন, 'যুদ্ধবিরতির কী হল? গোটা শ্রীনগরে বিস্ফোরণের শব্দ পাচ্ছি।'
 
 
পরে জানা যায়, ফের ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান। সংঘর্ষ বিরতির মাত্র ৩ ঘণ্টার মধ্যে তা লঙ্ঘন করল পাকিস্তান। জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ওমর আবদুল্লা রাতের আকাশে ড্রোন উড়ে যাওয়ার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
 

সংঘর্ষ বিরতি ভেঙে ফের পাকিস্তানের গুলি। শ্রীনগর, জম্মু থেকে বারমেঢ়, ফিরোজপুর-ফের ব্ল্যাকআউট। নিভিয়ে দেওয়া হল আলো। রাত ৮.১৫ থেকে জম্মুতে ফের পাকিস্তানের হামলা । সংঘর্ষ বিরতি ভেঙে জম্মুতে পাক সেনার গুলি-মর্টার । জম্মুর বেশ কয়েকটি এলাকায় লাগাতার পাক গুলি-মর্টার চলছে । জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাক সেনার গুলি। সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, পাল্টা জবাব ভারতেরও ।

সংঘর্ষ বিরতির ৩ ঘণ্টার মধ্যেই উধমপুরে পাক হামলা! জম্মুর আখনুর সেক্টরে পাক গুলি, উধমপুরে বেজে উঠল সাইরেনরাজৌরি, উধমপুর, আখনুর, নৌসেরা, পুঞ্চ, মেন্ধার, জম্মু, সুন্দেরবানি, আর্নিয়া, কাঠুয়া - জম্মুর ১১টি জায়গায় লাগাতার পাক সেনার গুলি, পাল্টা জবাব ভারতের । রাজস্থানের বারমেঢ়ে ফের ব্ল্যাকআউট । শ্রীনগরে পরপর বিস্ফোরণের শব্দ, ফের ব্ল্যাকআউট।কী হল সংঘর্ষ বিরতির! চারিদিক থেকে গুলির শব্দ পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় লিখলেন ওমর আবদুল্লা।