নয়াদিল্লি : আজ রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। পহেলগাঁওকাণ্ডের পরে এই প্রথম জাতীর উদ্দেশে ভাষণ দেবেন তিনি। সংঘর্ষবিরতি ঘোষণার পরেও পাকিস্তান কয়েক জায়গায় তা লঙ্ঘন করেছে। যার জবাব দিয়েছে ভারত। এর পাশাপাশি পাকিস্তানকে সংঘর্ষবিরতি ঘোষণার গুরুত্ব বোঝার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে ভারতের তরফে। এই পরিস্থিতিতে আজ জাতীয় উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তাই জল্পনা শুরু হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে আজ কি কোনও বড় ঘোষণা করবেন প্রধানমন্ত্রী ? 'অপারেশন সিঁদুরের' (Operation Sindoor) পর পাকিস্তানের উপরে আরও বড় প্রত্যাঘাত ? রাত ৮টায় কী বলবেন প্রধানমন্ত্রী ? এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।
আজ কিছুক্ষণ আগেই ভারতীয় সশস্ত্র বাহিনী 'অপারেশন সিঁদুর' নিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করেছে। যেখানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি পরিকাঠামোর উপর ভারতের সমন্বিত সামরিক প্রত্যাঘাতের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। অনলাইন এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত গুজব উড়িয়ে দিয়ে, এয়ার মার্শাল এ কে ভারতী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, ভারতীয় বাহিনী 'অপারেশন সিঁদুরের' সময় কিরানা পাহাড়ে পাকিস্তানের কথিত পারমাণবিক সংরক্ষণাগারে আক্রমণ করেনি। ভারতের সামরিক প্রত্যাঘাত কঠোরভাবে জঙ্গি নেটওয়ার্ক এবং তাদের কেন্দ্রগুলির বিরুদ্ধে পরিচালিত হয়েছে। তাঁর কথায়, "আমরা আবারও বলেছি যে আমাদের লড়াই জঙ্গি এবং তাদের সমর্থনকারী পরিকাঠামোর বিরুদ্ধে, পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। তবে, এটা দুঃখের বিষয় যে পাকিস্তানি সেনাবাহিনী হস্তক্ষেপ করে জঙ্গিদের পক্ষে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে, যা আমাদের একই রকম প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছে।"
এদিকে ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতের আবহে, সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাঁর অনুপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে রাজ্যসভার নির্দল সাংসদ কপিল সিব্বল বিরোধীদের উদ্দেশে আর্জি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর উপস্থিতির কথা সরকারের তরফে যদি নিশ্চিত করে না জানানো হয় তাহলে কেউ দয়া করে সাংবাদিক বৈঠকে যোগ দেবেন না।
ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির কথা প্রথম ঘোষণা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার একদিন পরেই গতকাল প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 'অপারেশন সিঁদুর' ও সংঘর্ষবিরতি নিয়ে আলোচনার জন্য সংসদে বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ জানান তিনি। সংঘর্ষবিরতির কথা ট্রাম্প প্রথম ঘোষণা করায় সেই বিষয়টিও উল্লেখ করেন।