রিষড়া: পাক রেঞ্জার্সের হাতে এখনও আটক বিএসএফ জওয়ান পি কে সাউ। ভুল করে সীমান্তের ওপারে যেতেই আটক হয়েছিলেন পি কে সাউ। পঞ্জাবের (India Pakistan Conflict) ফিরোজপুরে সীমান্ত পেরোতেই আটক হন তিনি। ওই জওয়ানকে ফেরাতে উদ্যোগী হয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করেছে ভারত। কিন্তু লাভ হয়নি। এখনও পাক সেনার কাছেই আটক পি কে সাউ। জানা গিয়েছে, ভুল করে সীমান্ত পেরিয়েছিলেন ওই জওয়ান। তিনি পশ্চিমবঙ্গের হুগলির রিষড়ার বাসিন্দা।

ভারত-পাক সংঘর্ষ বিরতির আবহে এবার রিষড়ার ওই জওয়ানকে ফেরানোর জোরাল দাবি তুললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, 'বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চলছে, এবার প্রায় ২০ দিন ধরে পাকিস্তান সেনাবাহিনির হাতে ধরা পড়া জওয়ানকে ছাড়ানোর জন্য দ্রুত পদক্ষেপ করা উচিত। আমি বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেলের সঙ্গে খানিক আগেই কথা বলেছি। এই মুহূর্তে পরিকল্পনা বা ইচ্ছা নিয়ে কিছু শোনার ব্যাপারে আগ্রহীই নই। আমি দাবি করছি এখনই কোনও পদক্ষেপ। এই ব্য়ক্তিকে কোনও দেরি না করে এখনই মুক্তি দিতে হবে। ওঁর পরিবার ওঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি আন্তরিকভাবে আশা করছি যে, ভারতীয় প্রশাসন যথেষ্ট দক্ষ এ ব্যাপারে দ্রুত ও যথাযথ পদক্ষেপ করার জন্য আর এই বিষয়টির সমাধান হবে বলেই আশাবাদী।'

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সীমান্ত পেরিয়ে ভুল করে পাকিস্তানে ঢুকে পড়েন ওই BSF জওয়ান। সে রাতেই BSF এবং পাক রেঞ্জার্সের মধ্যে একদফা ফ্ল্যাগ মিটিং হয়। জওয়ানকে ফিরিয়ে দিতে হবে বলে ভারতের তরফে দাবি তোলা হয়েছে। কিন্তু পাকিস্তান ওই BSF জওয়ানকে ফেরাতে রাজি হয়নি। 

 

জানা যাচ্ছে, জালোকে দোনা এলাকায় জিরো লাইনে মোতায়েন ছিলেন পি কে সাউ নামের ওই BSF জওয়ান। তিনি পশ্চিমবঙ্গের হুগলির রিষড়ার বাসিন্দা। বুঝতে না পেরে পাকিস্তানের এলাকায় ঢুকে পড়েন তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যম যে ছবি প্রকাশ করেছে, তাতে AK-47 রাইফেল এবং জলের বোতল-সহ ওই জওয়ানকে দেখা গিয়েছে। পরনে রয়েছে সেনার উর্দি।

এখনও পর্যন্ত পিকে সিংহ-কে ফেরাতে রাজি হয়নি পাকিস্তান। সেনার তরফে এ নিয়ে কিছু জানানো হয়নি এখনও। তবে পি কে সাউকে ফেরানো নিয়ে সমঝোতার চেষ্টা চলছে বলে খবর।