পুণে : 'যুদ্ধ রোম্যান্টিক বিষয় নয়, বলিউডের কোনও সিনেমাও নয়।' ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে প্রশ্নের এভাবেই উত্তর দিলেন ভারতীয় সেনার প্রাক্তন চিফ জেনারেল মনোজ নারাভানে। পুণের একটি অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সেখানে তিনি এও জানিয়ে দেন, আদেশ দেওয়া হলে তিনি যুদ্ধে যেতে প্রস্তুত। কিন্তু, কূটনীতি তাঁর প্রথম পছন্দ।

নারাভানে বলেন, "যাঁরা তাঁদের কাছের মানুষকে হারিয়েছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁরা সেই মানসিক আঘাত বইয়ে বেড়াবে। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলেও একটা বিষয় আছে। যারা ভয়াবহ দৃশ্য দেখেছেন, তাঁদের ২০ বছর পরেও ঘাম ঝরে এবং তাঁদের মানসিক চিকিৎসার প্রয়োজন হয়।" Institute of Cost Accountants of India-এর একটি অনুষ্ঠানে বক্তব্য  রাখেন ভারতীয় সেনার প্রাক্তন চিফ জেনারেল। বলেন, "যুদ্ধ রোম্যান্টিক নয়। এটা আপনার বলিউডের সিনেমা নয়। খুব গুরুতর বিষয়। যুদ্ধ বা হিংস্রতা আমাদের শেষ অবলম্বন হওয়া উচিত। যে কারণে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে, এটি যুদ্ধের যুগ নয়। যদিও অজ্ঞ লোকেরা আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেবে, তবুও আমাদের এর জন্য উল্লাস করা উচিত নয়। তবুও, মানুষ জিজ্ঞাসা করছে কেন আমরা পূর্ণাঙ্গ যুদ্ধে যাইনি। একজন সামরিক ব্যক্তি হিসেবে, যদি আদেশ দেওয়া হয়, আমি যুদ্ধে যাব, কিন্তু সেটা আমার প্রথম পছন্দ হবে না।"

তাঁর সংযোজন, "জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আমরা সকলেই সমান অংশীদার। আমাদের কেবল দেশগুলির মধ্যে নয়, বরং নিজেদের মধ্যে, পরিবারে হোক বা রাজ্য, অঞ্চল এবং সম্প্রদায়ের মধ্যে হোক, মতভেদ দূর করার চেষ্টা করা উচিত। হিংসা কোনও সমাধান নয়।" 

কয়েকদিন সংঘাতের পর ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে আজ রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।পহেলগাঁওকাণ্ডের পরে এই প্রথম জাতীর উদ্দেশে ভাষণ দেবেন তিনি। সংঘর্ষবিরতি ঘোষণার পরেও পাকিস্তান কয়েক জায়গায় তা লঙ্ঘন করেছে। যার জবাব দিয়েছে ভারত। এর পাশাপাশি পাকিস্তানকে সংঘর্ষবিরতি ঘোষণার গুরুত্ব বোঝার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে ভারতের তরফে। এমন একটা সময়ে আজ জাতীয় উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তাই জল্পনা শুরু হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে আজ কি কোনও বড় ঘোষণা করবেন প্রধানমন্ত্রী ? 'অপারেশন সিঁদুরের' (Operation Sindoor) পর পাকিস্তানের উপরে আরও বড় প্রত্যাঘাত ? রাত ৮টায় কী বলবেন প্রধানমন্ত্রী ? এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

বিস্তারিত আসছে...