নয়াদিল্লি : "পাকিস্তান যদি একটি সুযোগ দেয়, তাহলে আমরা ওদের শিক্ষা দিয়ে দেব যে কীভাবে একটা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে দায়িত্বশীল আচরণ করতে হয়।" 'অপারেশন সিঁদুর' নিয়ে কথা বলার সময় ফের হুঁশিয়ারি দিলেন চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, "অপারেশন সিঁদুর ছিল একটা ট্রেলার মাত্র যা ৮৮ ঘণ্টার মধ্যে শেষ হয়ে গিয়েছিল। ভবিষ্যতের যে কোনও পরিস্থিতির জন্য আমরা তৈরি আছি।" রাজধানীতে 'Chanakya Defence Dialogues'-এর অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

Continues below advertisement

 

এই অপারেশন থেকে যে যে শিক্ষা নেওয়া গেছে, সেসব নিয়ে আলোকপাত করেন চিফ অফ আর্মি স্টাফ। সেগুলি হল- বাহিনীর মধ্যে সংহতি, দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য যথাযথ সরবরাহ নিশ্চিত করা এবং কমান্ডের প্রতিটি স্তরে সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করা। তিনি বলেন, "যখনই কোনও অপারেশন হয় সেখান থেকে আমরা শিখি। এবারও আমরা কিছু শিখেছি। আমরা যে জিনিসগুলি শিখেছি তার মধ্যে একটি হল যে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের কাছে খুব কম সময় থাকে এবং প্রতিটি স্তরে সময়মতো সিদ্ধান্ত নেওয়া।"

পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, "যখন কোনও দেশে রাষ্ট্র-পোষিত সন্ত্রাসকে উৎসাহ দেওয়া হয়, সেটা ভারতের কাছে উদ্বেগের বিষয় হয়ে ওঠে। ভারত উন্নতির কথা বলে। যদি কেউ আমাদের পথে বাধা সৃষ্টি করে, তাহলে আমাদের তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিতে হবে। যখন আমরা নতুন স্বাভাবিক পরিস্থিতির কথা বলি, তখন আমরা বলে থাকি যে আলোচনা এবং সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। আমরা শুধু একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া গ্রহণ করতে বলছি, যার সঙ্গে আমরা সহযোগিতা করব। ততক্ষণ পর্যন্ত, আমরা জঙ্গি এবং তাদের পৃষ্ঠপোষকদের সঙ্গে একই রকম আচরণ করে যাব। যারা জঙ্গিদের উৎসাহিত করে, আমরা তাদের জবাব দেব। আজ ভারত এতটাই সফল যে, কোনও ব্ল্যাকমেইলেই ভীত নয়।"