India Pakistan Tension: পাকিস্তানের অন্তত ৪টি এয়ারবেসে ভারতের প্রত্যাঘাত। ভারতের প্রত্যাঘাতে রাওয়ালপিণ্ডির নুর খান এয়ারবেস, সিন্ধ প্রদেশের সুক্কুর এয়ারবেস ক্ষতিগ্রস্ত। চাকওয়ালের মুরিদ এয়ারবেস, শোরকোটের রফিকি এয়ারবেসেও ক্ষয়ক্ষতি। ইসলামাবাদ, লাহোরে বিস্ফোরণের শব্দ। ভারত ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, দাবি পাক সরকারের, অসমর্থিত সূত্রে খবর। পাক ড্রোন হামলার পাল্টা পাক অধিকৃত কাশ্মীরের একটা অংশে প্রত্যাঘাত ভারতের। POK-র নীলম ভ্যালি ও শিয়ালকোটে প্রবল প্রত্যাঘাত ভারতীয় সেনার। হরিয়ানার সিরসায় পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ভারত, অসমর্থিত সূত্রে খবর। শ্রীনগর, আখনুর, উধমপুরে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ, অসমর্থিত সূত্রে খবর।
সূত্রের খবর, পাকিস্তান সরকার দেশের এয়ারস্পেস বন্ধ করেছে সিভিলিয়ান এবং কমার্শিয়াল ট্র্যাফিকের জন্য। অন্যদিকে জানা যাচ্ছে, রাওয়ালপিন্ডির নুর খান এয়ার বেস, যেখানে ভারত প্রত্যাঘাত করেছে বলে খবর, তা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অনতিদূরেই অবস্থিত। নুর খান এয়ার বেসের দূরত্ব ইসলামাবাদ থেকে আনুমানিক ১০ কিলোমিটার। পাকিস্তানের সেনা সদর দফতরের একদম কাছেই এই এয়ারবেস। রাওয়ালপিন্ডির এই নুর খান এয়ার বেসের আগে নাম ছিল চাকলালা এয়ার বেস। এটি পাকিস্তানের সবচেয়ে সংবেদনশীল সামরিক ক্ষেত্রগুলির মধ্যে অন্যতম। এই এয়ার বেসে পাক বায়ুসেনার অপারেশন যেমন হয়, তার পাশাপাশি এখানে রয়েছে ভিআইপি ট্রান্সপোর্ট ইউনিট।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আগেই জানানো হয়েছিল যে নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমানা বরাবর ২৬টি জায়গায় ড্রোন দেখা গিয়েছে। এর মধ্যে সম্ভবত ছিল সশস্ত্র ড্রোনও। বারামুলা, শ্রীনগর, অবন্তীপোরা, নাগরোটা, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, ফাজলিকা, লালগড় জাট্টা, জয়সলমীর, বারমেঢ়, ভূজ, কুয়ারবেত এবং লাখি নালা এলাকায় ড্রোন দেখা গিয়েছিল। ফিরোজপুরে সাধারণ মানুষের বসতি এলাকায় একটি সশস্ত্র ড্রোন নিশানা করা হয়েছিল। ওই এলাকার একটি পরিবারের সদস্যরা জখম হয়েছেন। আহতদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। ওই এলাকা খালি করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।