নয়াদিল্লি: জম্মুর কাছে একের পর এক জঙ্গি লঞ্চ প্যাড ধ্বংস। পাক সেনার একাধিক পোস্ট গুঁড়িয়ে দিয়েছে ভারত। তবে পাঞ্জাবের ফিরোজপুরে পাক-হামলায় কয়েকজন আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে, 'দেশের জন্য জীবন দিতে প্রস্তুত', চণ্ডীগড়ে নাগরিক সুরক্ষার ডাকে সাড়া দিয়েছে বিশাল জনতা।
সীমান্তে পাক হামলা, ভারতের প্রত্যাঘাত। এর মধ্যেই চণ্ডীগড়ে বাজছে এয়ার সাইরেন। ভারতীয় বায়ুসেনার তরফে সাইরেন বাজানো হচ্ছে। বাসিন্দাদের বাড়িতে থাকার পাশাপাশি বারান্দায় না দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। মোহালিতেও একই ছবি। জানলার কাছে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের।
পাকিস্তানের মাটিতে 'অপারেশন সিঁদুর' চালানো নিয়ে, বহু দেশের সমর্থন পেল ভারত। আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ভারতের। জানাল ইজরায়েল। কাশ্মীরে নৃশংস হত্যাকাণ্ডের জন্য দুঃখপ্রকাশ করেছে ফ্রান্স, জার্মানি, স্পেন, কাতার-সহ একাধিক দেশ। পাকিস্তানের বন্ধু হলেও, সব ধরনের সন্ত্রাসের বিরোধিতা করেছে চিন। আশা করি দ্রুত লড়াই শেষ হবে, প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
পাকিস্তানকে জবাব দিল ভারত.পাকিস্তানের সামরিক ঘাঁটিতে কোনও আঘাত হানল না। সাধারণ পাক নাগরিকদেরও ছুঁল না। শুধু জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করে দিল ভারত। সূত্রের খবর, হামলার মুহূর্তেবাহাওয়ালপুরে ২৫০-র বেশি জঙ্গি ছিল বলে অনুমান। মুরিদকে ১২০-র বেশি, মুজাফ্ফরাবাদে ১১০ থেকে ১৩০, কোটলিতে ৭৫ থেকে ৮০ জন জঙ্গি ছিল বলে অনুমান করা হচ্ছে। তেমনি শিয়ালকোটে প্রায় ১০০জন (90-100), গুলপুরে ৭৫ থেকে ৮০ ও ভীমবেরে ৬০জন জঙ্গি ছিল বলে অনুমান।
রাফাল ও সুখোই থেকে ছোড়া মিসাইলে তাদেরই অনেকে শেষ হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। আর সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের এই কড়া অবস্থানকে সমর্থন করেছে ইজরায়েল। মুম্বই ইজরায়েল কনসাল জেনারেল কব্বি শোশানি বলেন, এতে কোনও সন্দেহই নেই যে আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ভারতের। এই হামলা সমস্ত দেশগুলির জন্য স্পষ্ট বার্তা ছিল ভারতের।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)