নয়া দিল্লি: সীমান্তে পাক উস্কানি অব্যাহত। টানা ৯ দিন সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। কুপওয়াড়া, উরি, আখনুর সেক্টরে গুলিবৃষ্টি চলছেই। এই আবহে উপত্যকায় বাড়ছে সেনা তৎপরতা। কাশ্মীরের রাস্তায় বিশাল সেনা কনভয়। বারামুলার রাস্তায় সেনা ট্রাকের সারি, সাঁজোয়া গাড়ি, সঙ্গে পুলিশি পাহারা।                                    

পাকিস্তানকে প্রত্যাঘাতের প্রস্তুতি নিতে শক্তি বাড়াচ্ছে ভারতীয় সেনা। পাকিস্তানের যুদ্ধবিমান, কপ্টার, ড্রোন ধ্বংসে এয়ার ডিফেন্স সিস্টেম শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করতে অস্ত্রের বরাতও দেওয়া হয়েছে বলে খবর। ভারতীয় সেনার জন্য আরও রকেট লঞ্চার, ক্ষেপণাস্ত্রের বরাতও দেওয়া হয়েছে। সূত্রের খবর ৪৮টি রকেট লঞ্চার, ৮৫ মিশাইলের বরাত দিল ভারতীয় সেনা। 

এর পাশাপাশি পাকিস্তানকে শায়েস্তা করতে ভারতীয় যুদ্ধবিমানের গর্জন।  যুদ্ধের প্রস্তুতিতে হাইওয়ে থেকেই যুদ্ধবিমানের টেকঅফ। উত্তরপ্রদেশে রাফাল, মিরাজ, জাগুয়ারের শক্তিপ্রদর্শন। গঙ্গা এক্সপ্রেসওয়ে সাড়ে ৩ কিলোমিটারের নাইট ল্যান্ডিং এয়ারস্ট্রিপ। একের পর এক ফাইটার জেটের সঙ্গে কপ্টারেও ভারতীয় সেনার প্রস্তুতি। একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমানের গর্জনে কাঁপছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর। এই মেক শিফট রানওয়েতে রাতদিন অবতরণ করতে পারবে যুদ্ধবিমান। আড়াইশো সিসি ক্যামেরার নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে এয়ারস্ট্রিপ। 

এদিকে নীলম ভ্যালি ও সুধানৌতি এলাকায় সাধারণ মানুষকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে পাক সেনাবাহিনী, খবর সূত্রের। সীমান্তে টানটান উত্তেজনার মধ্যেই আবদালি ওয়েপন সিস্টেম পরীক্ষা করল পাকিস্তান। ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক প্রয়োগ করল পাকিস্তান।                                   

উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ভূমি থেকে ভূমি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি দিয়ে নোটাম জারি করছে। যাকে বেপরোয়া উস্কানিমূলক বলে অ্যাখ্যা দিয়েছে ভারত। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর, ২৩ এপ্রিল রাতে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য প্রথমবার নোটাম জারি করে পাকিস্তান।  এরপর ২৬ এপ্রিল মধ্যরাতে করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য দ্বিতীয়বার নোটাম জারি করে পাক সরকার। এরপর ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সময়কালে তৃতীয়বার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানিয়ে নোটাম জারি করা হয়। সূত্রের খবর, তিন-তিনবার শুধু হুমকিই শোনা গেছে, কাজের কাজ কিছুই হয়নি। এবার চতুর্থবার নোটাম জারি করল পাকিস্তান।