নয়াদিল্লি: রাত বাড়তেই নিয়ন্ত্রণরেখায় পাক হামলা, জবাব ভারতের। পাঠানকোট সীমান্তে পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ভারত । পরপর তিন দিন টানা পাকিস্তানের হামলা ব্যর্থ হল। শুক্রবার ফের বারামুলা, শ্রীনগর, অবন্তীপোরা-সহ ২৬ জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে ইসলামাবাদ। যদিও ভারতের তৎপরতায় তা পুরোপুরি ব্যর্থ হয়।  ভারতের প্রত্যাঘাতের পরই, জরুরি বৈঠকের ডাক পাক প্রধানমন্ত্রীর,খবর অসমর্থিত সূত্রে। 

Continues below advertisement



আরও পড়ুন, ফের একবার গোলা-গুলিতে কেঁপে উঠল নিয়ন্ত্রণরেখা ! 'উত্তেজনা কমুক', বার্তা প্রেসিডেন্ট ট্রাম্পের


ফের পাকিস্তানের মুখে ঝামা ঘষে দিল ভারত। কখনও ডিফেন্সিভ অ্যাটাকে হামলা করতে আসা মিসাইল, ড্রোন থেকে পাক-যুদ্ধবিমান, পরপর গুঁড়িয়ে দিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400। আবার কখনও পুরোদস্তুর অ্যাটাকিং মোডে পাকিস্তানে ঢুকে করা হল জোরালো প্রত্যাঘাত। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে লাহোর বাহাওয়ালপুর, শিয়ালকোট -এর মতো পাকিস্তানের একের পর এক গুরুত্বপূর্ণ শহরগুলিকে টার্গেট করে ভারতীয় সেনাবাহিনী আরও একবার বুঝিয়ে দিল, শত্রুদের শিক্ষা দিতে কতটা সুকৌশলে ঘুঁটি সাজিয়েছে তারা।এই পরিস্থিতিতে আরও একবার সামনে চলে এল পাক-অন্দরমহলের নাস্তানাবুদ অবস্থা।একের পর এক পাকিস্তানের সাংসদের মুখে শোনা যাচ্ছে নিজেদের প্রশাসনেরই তীব্র সমালোচনা!


গভীর রাতে 'অপারেশন সিঁদুর'-এ দেওয়া হয়েছে পহেলগাঁও হামলার জবাব। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৯টি জঙ্গি ঘাঁটি।নিখুঁত পরিকল্পনা আর অব্য়র্থ লক্ষ্য়ভেদে মাত্র ২৫ মিনিটেই নিজেদের ক্ষমতা বুঝিয়ে দিয়ে এসেছে ভারতীয় সেনা।তার পর থেকেই কার্যত দিশেহারা পাকিস্তান। ভারত পাকিস্তানের উপর একাধিক মিসাইল হামলা করেছে। ধারে-ভারে ভারতের থেকে কয়েকগুণ পিছিয়ে থাকা তাঁদের দেশকে বাঁচাতে ভগবানই ভরসা, বুঝে গেছেন পাকিস্তানের জনপ্রতিনিধিরাও।


ভারত-পাকিস্তান সংঘাত বাড়লে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনার কথা আগেই শুনিয়েছেন আরেক পাক সাংসদ।এরমধ্যে আবার বিদ্রোহী হয়ে উঠেছে প্রাকৃতিক সম্পদের দিক থেকে পাকিস্তানের সবচেয়ে ধনী প্রদেশ বালুচিস্তান।পাক সেনার কনভয় বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে বালোচ লিবারেশন আর্মি বা BLA। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জন পাক সেনার।ঘরে-বাইরে ক্রমাগত চাপ বাড়তে থাকায় মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের শেয়ার বাজার।এর মধ্যে ভারতের সঙ্গে চরম সংঘাতে হাঁটলে যে হার একপ্রকার নিশ্চিত সে কথা বুঝতে পারছেন পাকিস্তানের আম নাগরিকও!এই ল্যাজেগোবরে অবস্থায় এবার কি সন্ত্রাসবাদকে মদত দেওয়ার পথ থেকে সরবে পাকিস্তান?


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)