প্রকাশ সিনহা, কলকাতা: ভারত-পাক সীমান্তে লাগাতার উত্তেজনা। তাই কোনওভাবেই ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্র। ইতিমধ্যেই সীমান্ত এলাকাগুলিতে কড়া নজরদারি চলছেই। আর এবার কড়া নিরাপত্তাবলয়ে মুড়ে ফেলা হয়েছে কলকাতা বিমানবন্দরকেও। বাইরে ও ভিতরে জওয়ানদের সংখ্যা বাড়ানো হয়েছে। চব্বিশ ঘণ্টাই স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি।

আরও পড়ুন, পুরো পাকিস্তানে ব্ল্যাকআউট, ৩ শহরে ডিফেন্স সিস্টেম ধ্বংস ! ভয়ঙ্কর প্রত্যাঘাত ভারতের

সীমান্তে সংঘর্ষ, পাক ক্ষেপণাস্ত্র মাটিতে ফেলল ভারতীয় সেনা। ভারতের প্রত্যাঘাতে পাঞ্জাবের হোশিয়ারপুরে ভেঙে পড়ল ২টি পাক ক্ষেপণাস্ত্র সীমান্ত থেকে ১১৭ কিলোমিটার ভিতরে পাক ক্ষেপণাস্ত্র মাটিতে নামাল ভারত। বারবার ভারতের আকাশসীমায় ঢোকার চেষ্টা পাক ফাইটার জেটের। গত ২৪ ঘণ্টায় অন্তত ২০০ বার ভারতের আকাশসীমায় ঢোকার চেষ্টা পাক ফাইটার জেটের। গতরাত থেকে ৫০টি ড্রোন মাটিতে নামিয়েছে ভারতীয় সেনা। শুধু পাঞ্জাব সীমান্তেই ৩১টি ড্রোন ধ্বংস। ভারতের আধুনিকতম আকাশ-সুরক্ষা বর্মে দাঁত ফোটাতে ব্যর্থ পাকিস্তান

প্রসঙ্গত, পাকিস্তানের মিসাইল হানা প্রতিহত করতে, ভারতের প্রধান অস্ত্র হয়ে উঠেছে, অ্য়ান্টি মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম 'S-400' ট্রায়াম্ফ। যা সারা বিশ্বের মধ্য়ে আধুনিকতম। ৬০০ কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুকেও অনায়াসে খুঁজে নেয় এই অস্ত্র। তারপর আলোর গতিতে ছুটে যায় ক্ষেপণাস্ত্র। S-400!!! ভারতীয় সেনার অস্ত্র ভাণ্ডারের সুদর্শন চক্র। এবার পাকিস্তানের বিরুদ্ধে সেই ব্রহ্মাস্ত্রই ঝুলি থেকে বার করল ভারত! আর ভারতের সুদর্শন চক্রের প্রথম আঘাতেই, খানখান হয়ে গেল পাকিস্তানের মিসাইল! S 400 আদতে এয়ার ডিফেন্স সিস্টেম। অর্থাৎ আকাশপথে শত্রুপক্ষ আক্রমণ করলে তা প্রতিহত করে।

বিশ্বের আধুনিকতম অ্য়ান্টি মিসাইল এয়ার ডিফেন্স সিসটেম হল S-400। ৬০০ কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুকেও অনায়াসে খুঁজে নেয় এই অস্ত্র। ৪০০ কিলোমিটার পর্যন্ত পরিসরে বিধ্বংসী হামলা চালাতে সক্ষম। S-400 যেভাবে শত্রুপক্ষের মিসাইল বা ড্রোন আক্রমণ প্রতিহত করে, তা দেখার মতো!এই অ্য়ান্টি মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেমের চারটে লঞ্চিং টিউব থাকে। শত্রুপক্ষের ছোড়া মিসাইলের আঁচ পেলেই, এখান থেকে আলোর গতিতে ছুটে যায় ক্ষেপণাস্ত্র। তারপর নিখুঁত লক্ষ্য়ভেদে আকাশেই শত্রুপক্ষের ছোড়া মিসাইল বা ড্রোনকে ধ্বংস করে দেয়।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)