India On Bitcoin: বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করতে বিল আনার পরিকল্পনা সরকারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Jan 2021 02:21 PM (IST)
সবথেকে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। লকডাউন পর্বে তার ভ্যালু রেকর্ড বৃদ্ধি পেয়েছে। ভারতীয় বিনিয়োগকারীরা এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে আগ্রহী হন।
নয়াদিল্লি: বেসরকারি ক্রিপ্টোকারেন্সি বন্ধ হতে চলেছে ভারতে। আগামীকাল বাজেট পেশ। সেই বাজেট অধিবেশনে এই সম্পর্কিত বিল আনা হতে পারে বলে জানা গিয়েছে। যার নাম হতে পারে অফিসিয়াল ডিজিটাল কারেন্সি বিল ২০২১। সূত্রের খবর, চালু করা হতে পারে সরকারের নিজস্ব ডিজিটাল কারেন্সি। এই ডিজিটাল কারেন্সি চালু করার কথা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। তার নাম হবে সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি। গত ২৫ জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, ভার্চুয়াল মুদ্রা ব্যবহার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নিজস্ব ডিজিটাল মুদ্রা চালু করার কথা ভাবছে সরকার। সারা দেশে ডিজিটাল মুদ্রা চালু করা যায় সেবিষয়ে খতিয়ে দেখছে সরকার। সবথেকে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। লকডাউন পর্বে তার ভ্যালু রেকর্ড বৃদ্ধি পেয়েছে। ভারতীয় বিনিয়োগকারীরা এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে আগ্রহী হন। বিটকন ছাড়াও ভারতের বাজারে কয়েনসুইচ কুবের, ওয়াজিরএক্স, বাইইউকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি চালু আছে। উনোকয়েনের প্রতিষ্ঠাতা তথা সিইও সংবাদমাধ্যমকে জানিয়েছে, আমরা যা বুঝতে পারছি তা হল সরকার এই সংক্রান্ত বিল আনতে পারে। কিন্তু বিল আনার পর কী হবে, তা স্পষ্ট নয়। এক্ষেত্রে কমিটি গঠন করতে পারে সরকার। আমরা আমাদের আশঙ্কার কথা সরকার জানিয়েছি। ২০১৮ সালে ঠিক একইরকম বিল আনার কথা ঘোষণা করেছিল সরকার। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ওই বিল ব্যান করে দেয়। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। বাজেটে যে বিল পেশ হবে তা পুরনো বিল না নতুন বিল তা এখনও জানা যায়নি।