নয়াদিল্লি: আরও একবার নিজেদের অবস্থান স্পষ্ট করে পাকিস্তান এবং চিনকে একইসঙ্গে বার্তা দিল ভারত। ৫ অগাস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে কেন্দ্র। উপত্যকা এখন ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত। ভারতের এই সিদ্ধান্তে অখুশি পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরানের দাবি, ভারতের এই সিদ্ধান্ত ‘একতরফা’ এবং ‘অবৈধ’। ভারত ইমরানের এই দাবি খারিজ করে সাফ জানিয়ে দেয়, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, কোনও দেশ এই বিষয়ে নাক গলাতে চাইলে দেশ তা একেবারেই ভাল চোখে দেখবে না। এবার ফের একবার সেই অবস্থানে দাঁড়িয়েই ইমরান খান ও শি জিনপিংকে বার্তা দিল দিল্লি।
ইমরান খান ও শি জিনপিং বৈঠকে কাশ্মীর নিয়ে আলোচনা প্রসঙ্গে বিবৃতি দিয়ে কেন্দ্র জানাল, কাশ্মীর দেশের অবিচ্ছেদ্য অংশ। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কোনও দেশের কোনও মন্তব্য করার প্রয়োজন নেই। কেন্দ্রের তরফে এই বিবৃতি দেন মুখপাত্র রবীশ কুমার।
কাশ্মীর ইস্যুতে নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে পাকিস্তানের পাশে থাকবে চিন, শি জিনপিংয়ের এই বক্তব্য সামনে আসতেই পাল্টা জবাব দেয় ভারত। রবীশ কুমার সাফ জানিয়ে দেন, “চিনা রাষ্ট্রপতি শি জিনপিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বৈঠকের রিপোর্ট আমরা দেখেছি। সেখানে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনার কথাও বলা হয়েছে। ভারত ইতিমধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এবং চিন সেই বিষয়ে অবগত। অন্য কোনও দেশ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করবে না, এটাই ভারতের অবস্থান।”