প্যারিস: মঙ্গলবার প্রথম রাফাল জেটবিমানটি আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেছেন দেশের হয়ে। পরদিনই রাফালের ইঞ্জিন নির্মাতা ফরাসি কোম্পানির শীর্ষকর্তা তাঁদের ওপর কর চাপিয়ে সন্ত্রাস না চালানোর আবেদন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে। তাঁরা ভারতে প্রায় ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছেন বলে ঘোষণা করে তিনি বলেছেন, আমাদের ব্যবসা করার জন্য আকর্ষণীয়, অনুকূল পরিবেশ তৈরি করা উচিত ভারতের, কর ও শুল্ক সংক্রান্ত নিয়মবিধি চাপিয়ে আমাদের ভীত-সন্ত্রস্ত করা নয়।
ফ্রান্স থেকে ভারত যে রাফাল যুদ্ধবিমান কিনছে, তাতে লাগানো স্টেট-অব-দি আর্ট এম৮৮ ইঞ্জিন বানায় ফরাসি বহুজাতিক সাফরান সংস্থা। রাজনাথ আজ প্যারিসের কাছে সাফরানের অ্যাসেম্বলি লাইন পরিদর্শনে যান। কেন্দ্রটি তাঁকে ঘুরিয়ে দেখানো হয়। সেই সময় সাফরান এয়ারক্র্যাফট এঞ্জিনস-এর সিইও ওলিভার অ্যান্ড্রিস প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণের পিছনে ভারতে বিনিয়োগের ভাবনার কথা জানান। যদিও একইসঙ্গে ভারতের কাছে কর কাঠামো সংক্রান্ত ব্যাপারে আরও সহায়তা প্রার্থনা করেন। তিনি বলেন, ভারত বিমান উড়ান শিল্পে তৃতীয় সবচেয়ে বড় বাণিজ্য, লেনদেনের বাজার হতে চলেছে এবং খদ্দেরদের পরিষেবা দিতে ভারতে একটি জোরদার রক্ষণাবেক্ষণ ও রিপেয়ার বেস তৈরি করতে আগ্রহী আমরা। কিন্তু এটা সুনিশ্চিত করতে হবে যে, ভারতের আয়কর ও শুল্ক কাঠামো আমাদের কাছে ভীতির ব্যাপার হবে না। তাঁর উদ্বেগ নিরসনে রাজনাথ ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় বিনিয়োগের ‘সঠিক পরিবেশ’ তৈরি করে দিতে ভারত দায়বদ্ধ বলে আশ্বাস দেন।
সামনের বছর ফেব্রুয়ারিতে লখনউয়ে হতে চলা ডিফেন্সএক্সপো অনুষ্ঠানে অংশগ্রহণ করতেও সাফরানকে আমন্ত্রণ জানান রাজনাথ। তা গ্রহণও করেছে তারা। সাফরান তাদের অ্যাসেম্বলি লাইনে সামরিক, অসামরিক বিমানের নকশা বানায়, ইঞ্জিনও তৈরি করে।