নয়াদিল্লি: প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বিশ্বাসের আবহ পুরোপুরি ফেরার আগেই অরুণাচল প্রদেশ (China On Arunachal Pradesh) নিয়ে চিনের মন্তব্যের কড়া জবাব দিল ভারত I(India On Chinese Claims)। অরুণাচল নিয়ে বার বার 'ভিত্তিহীন' ও 'অবাস্তব' দাবি করলেই তা সত্যি হয়ে যায় না, স্পষ্ট বার্তা ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের। বললেন, 'ভারতের অংশ অরুণাচল প্রদেশকে নিয়ে চিনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র যে অবাস্তব দাবি করেছেন, তা আমরা খেয়াল করেছি। কিন্তু ভিত্তিহীন দাবি বার বার করলেই তার সত্যতা প্রমাণিত হয় না।' অরুণাচল যে ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে, সে কথাও মনে করিয়ে দেন রণধীর।
কী নিয়ে বিতর্ক?
ভারতের উত্তর-পূর্বের রাজ্য, অরুণাচল প্রদেশের উপর চিনের দাবি আজকের নয়। হালে সেই প্রসঙ্গ আরও একবার শোনা গিয়েছিল সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্রের কথায়। বলেছিলেন, 'জাংগনান চিনের অংশ। কিন্তু চিন কখনও ওই অংশের উপর ভারতের বেআইনি দখলদারির দৃষ্টান্ত, যা কিনা অরুণাচল প্রদেশ নামে পরিচিত, কড়া বিরোধিতা করল না।' সে দেশের বিদেশমন্ত্রকের সিনিয়র কর্নেল ঝাং জিয়াওগাং গত ১৫ মার্চ এই মন্তব্য করার পর থেকে রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করেন, এই নিয়ে দু-দেশের মধ্যে নতুন কোনও জটিলতা তৈরি হবে না তো? বিশেষত, যে সময়ে চিনের বিদেশমন্ত্রক এই প্রসঙ্গ ফিরিয়ে আনল, সেই সময়টি তাৎপর্যপূর্ণ। এর কয়েকদিন আগেই, গত ৯ মার্চ, 'সেলা টানেল' উদ্বোধন উপলক্ষ্যে ইটানগর এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিন বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিল। তাদের দাবি, অরুণাচল আসলে দক্ষিণ তিব্বতের অংশ। সেখানে ভারতীয় নেতাদের আসাযাওয়ার ঘোরতর বিরোধী বেজিং। প্রধানমন্ত্রী মোদির সফরের বিরোধিতায় মন্তব্য করলে পাল্টা জবাব দেয় নয়াদিল্লি। বলে, '...ভারতীয় নেতারা দেশের যে কোনও রাজ্যের মতো অরুণাচল প্রদেশেও মাঝেমধ্যেই সফরে আসেন। ভারতের উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এই ধরনের বাধাদানের পিছনে যথেষ্ট কারণ নেই।' সেই শুরু। তার পর থেকে মন্তব্য-পাল্টা মন্তব্যের ধারা চলছে। গত ১৫ মার্চ, ফের অরুণাচলে নিজেদের দাবির কথা স্পষ্ট করে মনে করায় চিন। জবাবে ভারতও সাফ ভাষায় জানিয়ে দেয়, উত্তর-পূর্বের এই রাজ্য এই দেশের অখণ্ড ও অবিচ্ছেদ্য অংশ। অতীতেও তাই ছিল, এখনও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। শুধু তাই নয়। বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও বলেন, 'অরুণাচলের মানুষ ভারতের উন্নয়মূলক প্রকল্পের সুবিধাও পাবেন।'
আরও পড়ুন:CAA নিয়ে কেন্দ্রের জবাব তলব, তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ