নয়াদিল্লি: দেশে করোনা-গ্রাফের (Corona Update) ওঠানামা চলছেই। ফের বাড়ল দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা। বাড়ল একদিনে মৃতের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare, Government of India)পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬০৮  জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু (Daily Death Case) হয়েছে ৭২ জনের। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ৬২। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৬।


দেশের করোনা আপডেট: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare, Government of India ) বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ২০৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪২ লক্ষ ৯৮ হাজার ৮৬৪। দেশে অ্যাক্টিভ কেসের (Active Case) সংখ্যা ১ লক্ষ ১ হাজার ৩৪৩। অ্যাক্টিভ কেসের হার ২৩ শতাংশ। একদিনে সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ৩.৪৩ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি ৪.২০ শতাংশ।


রাজ্যের করোনা আপডেট: রাজ্যে গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল কোভিড আক্রান্তের সংখ্যা (Covid Postive)। রাজ্য স্বাস্থ্য দফতরের বুধবারের কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, (WB Covid Bulletin)২৪ ঘণ্টায় সারা বাংলায় কোভিডে সংক্রমিত হয়েছেন ৩৯৩ জন। একদিনে সংক্রমণ বেড়েছে প্রায় দ্বিগুণ। একদিনে মৃত্যু হয়েছে ৪ জনের।


রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী,



  • করোনাকে (Corona) হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ৬০৭ জন।

  • সুস্থতার হার (Recovery Rate) ৯৮.৭৬ শতাংশ।

  • রাজ্যে মৃত্যু হার ১.০২ শতাংশ।

  • একদিনে পজিটিভিটি রেট ৪.০৪ শতাংশ।