নয়াদিল্লি: ক্রমশ নিম্নগামী ভারতের (India) কোভিড গ্রাফ (covid)। ২৭ মার্চ, রবিবার প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা দেড় হাজারেরও কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১৪২১ জন।
কমেছে অ্যাক্টিভ কেস:
দৈনিক কোভিড সংক্রমণ ক্রমশ কমতে থাকায় তার ছবি ধরা পড়েছে দেশের অ্যাক্টিভ (active case) কেস লোডেও। গত ২৪ ঘণ্টায় ভারতে অ্যাক্টিভ কোভিড আক্রান্তের সংখ্যা নেমেছে কুড়ি হাজারেরও নীচে। শেষ বুলেটিন অনুযায়ী, এখন ভারতে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১৬ হাজার ১৮৭। আগেরদিনের চেয়ে একধাক্কায় কমেছে ৫৫৪টি করোনা কেস। গত ২৪ ঘণ্টায় সারা দেশে কোভিড সংক্রমণ মুক্ত হয়েছেন ১৮২৬ জন। তবে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর (death) সংখ্যা একশো পেরিয়েছে। শেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৯ জনের। গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ৬ লক্ষ ২০ হাজার ২৫১টি করোনা পরীক্ষা হয়েছে।
বাড়ছে টিকাকরণ:
দেশে পাল্লা দিয়ে বাড়ছে কোভিড টিকাকরণও (vaccination)। এখনও পর্যন্ত ভারতে মোট ১৮৩ কোটিরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ভারতে কোভিড টিকাকরণ শুরু হয়েছিল। সাবালকদের (adult) কোভিড টিকাকরণ প্রায় শেষের পথে। চলতি বছরের ১৬ মার্চ থেকে ১২ থেকে ১৪ বছরের নাগরিকদের টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই এক কোটিরও বেশি নাবালক কোভিড টিকার প্রথম ডোজ পেয়েছে।
দেশে কোভিড সংক্রমণ (covid infection) ক্রমশ কমতে থাকা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সবকিছুই। ২৭ মার্চ থেকেই স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক উড়ান (international flight) চলাচল। সূত্রের খবর, ৩১ মার্চের পর থেকে কোভিড কড়াকড়িও তুলে নেওয়া হতে পারে। তবে মাস্ক (Musk) পরা এবং দূরত্ববিধি বজায় রাখার নিয়ম চালু থাকবে।