নয়াদিল্লি: দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। ফের বাড়ল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৪৬ জন। 


 





দেশের করোনা আপডেট:
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গতকালও দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৫।  গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ২৩১। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৪ লক্ষ ৩৬ হাজার ৩৩৯। করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়ে উঠেছেন, ৯ হাজার ৮২৮। সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ। মোট সুস্থতার সংখ্যা ৪ কোটি ৩৮ হাজার ৪৫ হাজার ৬৮০।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬২ হাজার ৭৪৮। দৈনিক পজিটিভিটি রেট ২.৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন দেওয়া হয়েছে ১২ লক্ষ ৯০ হাজার ৪৪৩ জনকে। 


রাজ্যের করোনা আপডেট: গোটা দেশের পাশাপাশি সামান্য বেড়েছে  বাংলার কোভিড গ্রাফও (West Bengal Corona)। রাজ্য স্বাস্থ্য দফতরের বুধবারের (৩১ অগাস্ট) করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২০০-র গণ্ডি পেরিয়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন ২৭২ জনের। মৃত্যু হয়েছে ৩ জনের। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৫২৫ জন। যার মধ্যে হাসপাতালে ভর্তি ৮৫ জন। বাকি ২ হাজার ৪৪০ জনই রয়েছেন হোম আইসোলেশনে (Home Isolation)।


 





দেশজুড়ে করোনার প্রকোপ কমতে থাকলেও এখনও সতর্ক থাকার পরামর্শই দিচ্ছেন চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারের মতো একান্ত পালনীয় কোভিড বিধি মেনে চললে সবার সুস্থতা বিষয়টিই নিশ্চিত করা হবে বলেই মনে করিয়ে দিচ্ছেন তাঁরা।


আরও পড়ুন: Durga Puja Rally: দুর্গাপুজোর পদযাত্রায় মিশবে বাউলের সুর, অনুষ্ঠানে তারকা সমাবেশ