নিউ দিল্লি : গতকালের তুলনায় দেশে সামান্য কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯১ হাজার ৭০২ জন করোনায় সংক্রমিত হয়েছেন। আগের দিনের তুলনায় কমেছে মৃত্যুও। স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪০৩ জনের মৃত্যু হয়েছে।
নতুন করে ৯১ হাজার ৭০২ জন আক্রান্ত হওয়ায় দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৯২ লক্ষ ৭৪ হাজার ৮২৩ জন। অন্যদিকে মোট মৃত বেড়ে হয়েছে ৩ লক্ষ ৬৩ হাজার ৭৯ জন।
গতকাল অবশ্য করোনায় দেশে রেকর্ড মৃত্যু দেখা গিয়েছে। একদিনে মৃত্যু হয় ৬ হাজার ১৪৮ জনের। যার জেরে উদ্বেগ বাড়ে। এর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৯৪ হাজার ৫২ জনের সংক্রমিত হওয়ার খবর পাওয়ায় গিয়েছিল। সেই হিসাবে গত ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৭৭ লক্ষ ৯০ হাজার ৭৩ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল- ২ কোটি ৭৬ লক্ষ ৫৫ হাজার ৪৯৩ জন।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ১১ লক্ষ ২১ হাজার ৬৭১ জন। গতকাল পর্যন্ত সক্রিয় আক্রান্ত ছিলেন ১১ লক্ষ ৬৭ হাজার ৯৫২ জন।
এদিকে সংক্রমণের মোকাবিলায় দেশজুড়ে চলছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ লক্ষ ৭৪ হাজার ৬৭২ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এনিয়ে মোট টিকাকরণের সংখ্যা পৌঁছাল ২,৪৬,০৮৫,৬৪৯-এ।
দেশে ক্রমাগত কমছে পজিটিভিটির হার। এনিয়ে টানা চতুর্থ দিন পজিটিভিটির হার রইল ৫ শতাংশের কম।
দেশের মধ্যে তামিলনাড়ুতে সংক্রমণের হার এখনও উদ্বেগজনক। এর পিছনেই রয়েছে কেরল, মহারাষ্ট্র এবং কর্ণাটক। এই পরিস্থিতিতে কর্ণাটকে ২১ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। অবশ্য যেসব জেলায় সংক্রমণ কমেছে, সেখানে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে কর্ণাটক সরকার।