আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রীর বিমানকে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে দেওয়ার অনুরোধ করেছিল ভারত। প্রধানমন্ত্রীর আমেরিকা যাত্রার সময় আকাশপথ ব্যবহার করার জন্য বুধবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কাছে অনুরোধ করল ভারত। আগামী সপ্তাহে রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে যোগ দিতে যাবেন মোদি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, পাকিস্তান এখনও অবধি এ বিষয়ে কোনও উত্তর দেয়নি। চলতি মাসেই ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিমানকে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করার অনুমতি দেয়নি পাকিস্তান। ৩৭০ ধারা বিলোপের পর একাধিকবার আকাশপথের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার হুমকি দিয়েছে পাকিস্তান। কিন্তু এখনও এ বিষয়ে সরকারীভাবে কোনও নোটিশ দেওয়া হয়নি। আংশিকভাবে আকাশপথ ব্যবহারের অনুমতি বজায় রেখে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রেখেছে পাকিস্তান। গত মাসে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেই ফ্রান্সে পাড়ি দিয়েছিলেন মোদি। বালাকোট এয়ার স্ট্রাইকের পর আকাশপথ ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। ১৪ ফেব্রুয়ারী পুলওয়ামা জঙ্গি হামলার প্রত্যুত্তরে বালাকোটের জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা। সেসময় আকাশপথ ব্যবহার সম্পূর্ণ বন্ধ রাখলেও গত ১৬ জুলাই থেকে তা আবার সর্বসাধারণের ব্যবহারের জন্য খুলে দিয়েছিল পাকিস্তান। মোদির বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি নয়, ভারতের অনুরোধ খারিজ পাকিস্তানের
Web Deask, ABP Ananda | 18 Sep 2019 06:38 PM (IST)
এবার প্রধানমন্ত্রীর বিমানকে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে দেওয়ার অনুমতি চাইল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা যাত্রার সময় আকাশপথ ব্যবহার করার জন্য বুধবার পাকিস্তানের কাছে আবেদন করল ভারত। আগামী সপ্তাহে রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে যোগ দিতে যাবেন মোদি।
ইস্তানবুল: ভারতের অনুরোধ ফিরিয়ে পাকিস্তান তাদের আকাশপথ নরেন্দ্র মোদির বিমানকে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিল। পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, বুধবার পাকিস্তান ভারতকে অবগত করেছে যে, তাদের আকাশপথ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান উড়ে যেতে দেবে না। চলতি সপ্তাহেই মোদি মার্কিন সফরে রওনা হওয়ার কথা।