নয়াদিল্লি: আইসল্যান্ড সফরে যেতে রাষ্ট্রপতি কোবিন্দের বিমানকে তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের জন্য পাকিস্তানের তীব্র সমালোচনা করল ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার এ ব্যাপারে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বলেছেন, পাকিস্তান সরকারের রাষ্ট্রপতির ভিভিআইপি স্পেশাল ফ্লাইটকে ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্তে আমরা দুঃখিত। সাধারণত যে কোনও স্বাভাবিক দেশ এক্ষেত্রে অনুমতি দিয়ে থাকে। পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি শনিবার জানান, পাকিস্তান সরকার রাষ্ট্রপতি কোবিন্দের বিমানকে আইসল্যান্ড যাত্রাপথে তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিতে ভারতের আবেদন প্রত্যাখ্যান করেছে। জবাবে বিদেশমন্ত্রকের মুখপাত্র নয়াদিল্লিতে বলেন, আমরা পাকিস্তানকে বলছি, এমন একতরফা পদক্ষেপ যে নিস্ফলা হয়, সেটা স্বীকার করুন।
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার নিয়ে ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যেই কোবিন্দের বিমানকে পাকিস্তানের আকাশপথ ব্যবহারের অনুমতি প্রত্যাখ্যান করা হল। পাকিস্তান ভারত সরকারের জম্মু ও কাশ্মীরের পৃথক মর্যাদা বাতিলের পাল্টা কূটনৈতিক যোগাযোগ হ্রাসের পদক্ষেপ করে। এ নিয়ে উত্তেজনা বেড়েছে দুদেশের মধ্যে।
কুরেশিকে উদ্ধৃত করে পাকিস্তানের সরকারি পরিচালিত পিটিভি জানিয়েছে, ভারতের রাষ্ট্রপতির বিমানকে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্তে সবুজ সঙ্কেত দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
সোমবার কোবিন্দ আইসল্যান্ড, সুইজারল্যান্ড ও স্লোভেনিয়া সফর রওনা হচ্ছেন। পাকিস্তানের সিদ্ধান্তের ফলে ঘুরপথে বেশি সময় নিয়ে যেতে হবে তাঁর বিমানকে।
পুলওয়ামা সন্ত্রাসের পর বালাকোটে জঙ্গি ট্রেনিং ক্যাম্পে ভারতীয় বায়ুসেনার বিমান হামলার জেরে পাকিস্তান গত ফেব্রুয়ারিতে পুরোপুরি বন্ধ করে। তবে ২৭ মার্চ একমাত্র নয়াদিল্লি, ব্যাঙ্কক ও কুয়ালালামপুরগামী বিমান বাদে বাকি সব ফ্লাইটের জন্য আকাশপথ খুলে দেয়। ১৬ জুলাই সব অসামরিক বিমানযাত্রার জন্য আকাশপথ চালু করে পাকিস্তান।