ধর্মশালা: সিরিজ শুরু হতে এখনও সপ্তাহখানেক বাকি। এরই মধ্যে ভারতে নেমেই মনস্তাত্ত্বিক চাপ শুরু করে দিলেন দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার কাগিসো রাবাডা। যশপ্রীত বুমরাহ নিঃসন্দেহে ভাল বোলার, সদ্যসমাপ্ত ক্যারিবিয়ান সফরে তাঁর বিধ্বংসী পারফরম্যান্সের সুবাদেই সিরিজ জয় সহজ হয়েছে ভারতের। তবে তাঁকে নিয়ে প্রয়োজনের তুলনায় বড্ড বেশি লেখালেখি করা হচ্ছে, ‘খোঁচা’ রাবাডার। শুধু যশপ্রীত বুমরাহই নয়, অ্যাশেজে স্ফুলিঙ্গের মতো জোফ্রা আর্চারের আত্মপ্রকাশকেও বাঁকা চোখেই দেখছেন তিনি। জোফ্রা পারফর্মার, তবে তাঁকে নিয়ে বেশি আলোচনা করা হচ্ছে বলে সংবাদমাধ্যমকে একহাত নিয়েছেন এই আফ্রিকান স্পিডস্টার। তিনি বলেন, “নির্দিষ্ট কয়েকজন ক্রিকেটারকে নিয়ে মাত্রাতিরিক্ত প্রচার করা হচ্ছে।”
বুমরাহ ও আর্চার নিয়ে রাবাডা আরও বলেন, “আমি এই বোলারদের সম্মান করি, ওরা ভালো বোলার। আমি নিজে ভাল খেলছি। আর্চার প্রতিভাবান, বুমরাহ একের পর এক বিস্ময় করে দেখাচ্ছে। এতে আমার খেলারও উন্নতি হচ্ছে। সবসময় কেউ শীর্ষে থাকে না।”
উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে ধর্মশালায় টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু করবে দক্ষিণ আফ্রিকা। এরপর মোহালি ও বেঙ্গালুরুতে পরপর দুটি টি-টোয়েন্টি খেলে প্রোটিয়ারা উড়ে যাবে বিশাখাপত্তনম। সেখানে সিরিজের প্রথম টেস্ট। তারপর পুণে ও রাঁচিতে টেস্ট খেলবেন রাবাডারা।