তিরুঅনন্তপুরম : দেশের প্রথম কোভিড আক্রান্ত ছিলেন তিনিই। এর পর কেটে গেছে দেড় বছর। ফের করোনায় সংক্রমিত হলেন কেরলের সেই মহিলা। মঙ্গলবার এমনই খবর পাওয়া গেছে।


তখন সবে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। চিনে একের পর এক আক্রান্ত হচ্ছেন। এই সময়েই গত বছর জানুয়ারি মাসে করোনার হটস্পট চিনের উহান থেকে ভারতে ফেরেন কেরলের এক যুবতী। তিনি সেখানকার মেডিক্যালের ছাত্রী। কেরলের থ্রিসুরে তাঁর বাড়ি। দেশে ফিরলে জানা যায়, তিনি করোনায় আক্রান্ত। এর পর থেকে গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সংক্রমণ। এর দেড় বছর কেটে গেছে। ফের তিনি করোনা পজিটিভ।


মেডিক্যাল কর্তৃপক্ষের তরফে জানা গেছে, ওই ছাত্রী বিমানে দিল্লি যাওয়ার উদ্যোগ নিচ্ছিলেন। তাই কোভিড পরীক্ষা করিয়েছিলেন। তখনই জানা যায়, তিনি আবার করোনায় আক্রান্ত হয়েছেন। খবর অনুযায়ী, ওই যুবতী এখনও ভ্যাকসিনের প্রথম ডোজ নেননি। যদিও মেডিক্যাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চিন্তার কোনও বিষয় নেই। এখন পর্যন্ত তিনি উপসর্গহীন রয়েছেন। প্রসঙ্গত, উহান থেকে সেই ফেরার পর এখনও তিনি ফিরে যাননি। বাড়ি থেকেই অনলাইনে ক্লাস করছেন তিনি।


এদিকে উদ্বেগ বাড়িয়ে গত একদিনে দেশে করোনায় (COVID 19) দৈনিক মৃত্যু ফের ২ হাজার পার করে গেছে। সামান্য কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ২০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৯০৬। ১১৮ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১০ হাজার ৭৮৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লক্ষ ৭ হাজার ২৮২ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৩২ হাজার ৭৭৮। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৬৩ হাজার ৭২০ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৪৯ হাজার ৭।