প্রধানমন্ত্রী মোদি ট্যুইট করেছেন, নিসে শহরে চার্চের ভিতরে জঘন্য আক্রমণ সহ ফ্রান্সের সাম্প্রতিক হামলাগুলির কঠোর নিন্দা করছি। নিহতদের পরিবারবর্গ ও ফ্রান্সের জনসাধারণের প্রতি আমাদের গভীরতম, আন্তরিক সমবেদনা রইল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামে ফ্রান্সের পাশে রয়েছে ভারত।
ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ কাসটেক্স জানিয়েছেন, এদিনের হামলার প্রতিক্রিয়ায় দেশের সতর্কতার স্তর বাড়িয়ে ‘ইমার্জেন্সি’ বা ‘জরুরি’ করা হচ্ছে।
২০১৫ সালে ফ্রান্সের কার্টুন ম্যাগাজিন শার্লি এবদোয় পয়গম্বর হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র প্রকাশকে ঘিরে তীব্র আলোড়ন হয়। ম্যাগাজিনের দপ্তরে সন্ত্রাসবাদী হামলায় রক্ত ঝরে। ফের সেই ছবির প্রকাশকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা বাড়ছে ফ্রান্সে। গলা কেটে শিক্ষক হত্যার পর ঘটে আজকের হামলা। ঘটনাস্থল যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। অভ্যন্তরীণমন্ত্রী গেরাল্ড দারমানিন জরুরি বৈঠক করেছেন। তিনি হামলাস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সাধারণ মানুষকে।
এদিকে জেড্ডায় ফরাসি কনস্যুলেটে এক রক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় গ্রেফতার করা হয়েছে এক সৌদি নাগরিককে। জখম রক্ষীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বিপন্ন নন। দূতাবাস এক বিবৃতিতে বলেছে, কোনওভাবেই এই হামলার পক্ষে যুক্তি দেওয়া চলে না