কলকাতা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা সত্যি করে ইরানে হামলা চালাল ইজরায়েল। বিমান হামলার পাশাপাশি ড্রোন হামলাও চালানো হয়। ইরানের বিভিন্ন শহরে শোনা গিয়েছে একের পর এক বিস্ফোরণের শব্দ।
ইজরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ইজরায়েলের হামলার পর ইরানজুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কায় ইরানের আকাশসীমা দিয়ে চলছে না কোনও বিমান। ফলে বিমান চলাচলে পড়েছে ব্যাপক প্রভাব।
এবার দু’ দেশকে বার্তা দিল ভারত। এর আগেই ভারতীয় দূতাবাস সেখানে থাকা ভারতীয়দের সাবধানে, সতর্কে থাকার পরামর্শ দিয়েছিল। এবার বিবৃতি দিয়েছে ভারত সরকারের বিদেশ মন্ত্রক। জানানো হয়েছে, ইরান-ইজরায়েলের সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ্ন ভারত। পারমাণবিক কেন্দ্রগুলিতে হামলা-সহ সব বিষয়ের দিকে নজর রাখছে দেশ।
শুক্রবার সকালে ইরানের রাজধানী তেহেরানের পরমাণু ও সেনাঘাঁটিকে লক্ষ্য করে আকাশপথে 'অপারেশন রাইসিং লায়ন' চালিয়েছে ইজরায়েল ৷ বড়সড় এই হামলার জেরে দুই দেশের মধ্যে কার্যত যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ এই আবহে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারতীয় বিদেশমন্ত্রক ৷
বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারত দু’ পক্ষকে যেকোনও উত্তেজনাকর পদক্ষেপ এড়াতে আহ্বান জানিয়েছে। পরিস্থিতির উত্তেজনা কমানো এবং দু দেশের আভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য কথোপকথন এবং কূটনৈতিক আলোচনার কথাও বলেছে ভারত। ভারত দু’ দেশের সঙ্গে সু সম্পর্কের কথা উল্লেখ করে জানিয়েছে, যে কোনও পরিস্থিতিতে সাহায্যের জন্য প্রস্তুত।
এদিকে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস সকল ভারতীয় নাগরিকদের জন্য একটি সতর্কতামূলক পরামর্শ জারি করেছে, যেখানে লেখা আছে, "ইসরায়েলে বসবাসকারী সকল ভারতীয় নাগরিককে ইসরায়েলি প্রশাসন এবং হোম ফ্রন্ট কমান্ড (oref.org.il/eng) কর্তৃক জারি করা নিরাপত্তা নির্দেশাবলী অনুসরণ করার এবং সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। অত্যন্ত প্রয়োজন ছাড়া দেশের অভ্যন্তরে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন।"
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কার প্রভাব পড়েছে শেয়ারবাজারে। বাজারের সূচক নিম্নমুখী, বাড়ছে অপরিশোধিত তেলের দাম। বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ১২ শতাংশ, পড়েছে টাকার দামও।