নয়া দিল্লি: ভারতীয় রেলওয়ের (Indian Railways) তরফে আগেই জানান হয়েছিল ভারতের মাটিতে এবার ছুটতে চলেছে বুলেট ট্রেন (Bullet Train)। বন্দে ভারতের মতো দ্রুতগতিসম্পন্ন ট্রেন সফলভাবে চালানোর পর এবার পরীক্ষামূলকভাবে ভারতে প্রথম বুলেট ট্রেন চালানো হবে। শুধুমাত্র পরীক্ষার সময়ে ৩৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে চলবে বুলেট ট্রেন। রেল আধিকারিকরা এর আগে জানিয়েছিলেন, বিমানের টেক-অফ গতির সঙ্গে তুলনীয় বুলেট ট্রেনের ট্রায়ালের এই গতি। তবে, যাত্রীবাহী ট্রেন চলবে প্রতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে।   


এনডিটিভির একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ভারতের বুলেট ট্রেন প্রকল্পটি খুব ভালোভাবে এগিয়ে চলেছে। খুব শীঘ্রই মুম্বই থেকে আমদাবাদে প্রথম করিডরটি চালানো হবে। এর ফলে অর্থনৈতিক উন্নতিও ঘটবে। রেলমন্ত্রীর কথায়, 'ভারতীয় রেল যে প্রথম করিডোরে করছে, মুম্বই, থানে, ভাপি, বরোদা, সুরাত, আনন্দ এবং আমদাবাদ যুক্ত হবে। অর্থাৎ সুরাতে গিয়ে ব্রেকফাস্ট করে মুম্বইতে কাজ শেষ করে রাতেই বাড়ি ফিরে আসতে পারবেন।' 


তবে কি বুলেট ট্রেনের ভাড়া বিমান ভাড়ার চেয়ে সস্তা হবে এ বিষয়ে রেলমন্ত্রী কিছু জানাননি। জানা গিয়েছে, পরীক্ষাকালীন প্রথম বুলেট ট্রেন চলবে গুজরাটের সুরাট এবং বিলিমোরার মধ্যে। তারপরে ধীরে অন্যান্য জায়গাতে এই ট্রায়াল পরিচালনা করা হবে। ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেডের আধিকারিক জানান, ২০২৬ সালে এই ট্রেন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। এই মুহূর্তে জাপানের সহযোগিতায় অনেকটাই কাজ এগিয়েছে। 


ভারতে বুলেট ট্রেন চালু হলে মাত্র তিন ঘণ্টায় আহমেদাবাদ থেকে মুম্বই পৌঁছে যাওয়া যাবে। জাপান থেকে সংগ্রহ করা ডিজাইন ব্যবহার করে, ফুল স্প্যান লঞ্চিং মেথড (FLSM) এর মাধ্যমে নির্মাণ করা হচ্ছে রেলের সেতু, যা বিশ্বের অন্যতম অত্যাধুনিক সেতু নির্মাণ প্রযুক্তি। NHSRCL বিলিমোরা এবং সুরাতের মধ্যে প্রতি মাসে ২০০-২৫০ টি পিলার তৈরি করেছে।


ভারতে বুলেট ট্রেন চালানোর জন্য প্রয়োজনীয় ঋণের ৮০ শতাংশই এসেছে জাপান থেকে। বুলেট ট্রেনের জন্য বিশেষ রেল লাইন বসানোর উদ্দেশ্যে ইতিমধ্যেই দেড় কিলোমিটার লম্বা একটি ব্রিজ তৈরি করা হচ্ছে। জানা গিয়েছে, ‘স্ল্যাব ট্র্যাক সিস্টেম’ নামক বিশেষ রেললাইন দিয়েই ছুটবে বুলেট ট্রেন। এই ট্রেনের মাধ্যমে আমদাবাদ থেকে মুম্বই যেতে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে