নয়াদিল্লি : অপারেশন সিঁদুর থেকে অপারেশন কেল্লার।  জঙ্গিদের বিরুদ্ধে যখন লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা, তখন আবার ভারতের মাথা ব্যথার কারণ হল উত্তর-পূর্ব। পাকিস্তানকে কড়া প্রত্যাঘাতে কুপোকাত করেছে ভারত। এখনও ভারতের মাথার যন্ত্রণা উপত্যকায় বাসা বাঁধা জঙ্গিরা। এরই মধ্যে আবার অরুণাচল নিয়ে  টানাটানি শুরু করল চিন। এই আবহেই চিনকে কড়া বার্তা দিল ভারত। 

 দীর্ঘদিন ধরেই অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে। চিনের  বেশ কিছু মানচিত্রে তারা অরুণাচল প্রদেশকে জ্যাংনান অর্থাৎ তিব্বতের দক্ষিণ অংশ বলে অন্তর্ভুক্ত করে। এবার আরও কয়েকটি জায়গার নাম তারা তাদের মানচিত্রে নিজেরা নামকরণ করে ঢুকিয়ে নিয়েছে। এখানেই শেষ নয়,পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে নয়াদিল্লি যখন প্রত্যাঘাত ও কূটনৈতিক পদক্ষেপ নিয়ে ব্যস্ত, তখনই ১২ মে তো চিনের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানায়, তারা অরুণাচল প্রদেশের ২৭টি অঞ্চলের নতুন নামকরণ করেছে । তারপরই ভারতের এই কড়া জবাব। 

'অরুণাচলপ্রদেশ ভারতের রাজ্য ছিল, আছে ও থাকবে'

ভারত-পাক সংঘর্ষ বিরতির মধ্যেই অরুণাচল প্রদেশ নিয়ে ফের সক্রিয় হয়েছে প্রতিবেশী চিন। সেই রাজ্যের একাধিক জায়গা নাম বদল করার চেষ্টা করছে তারা।  চিনের এই চেষ্টার কড়া নিন্দা করল ভারত।  নয়াদিল্লির স্পষ্ট বার্তা, অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গার নাম বদল করলেই তা চিনের হয়ে যাবে না। অরুণাচলপ্রদেশ ভারতের রাজ্য ছিল, আছে ও থাকবে। 

'নাম বদলের চেষ্টা বরদাস্ত নয়'         

সম্প্রতি পাকিস্তানকে সবক শিখিয়েছে ভারত। 'কাশ্মীরকে ইসলামাবাদের গলার শিরা' বলা আসিম মুনির হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভারতের শক্তি। এবার চিনের দাদাগিরি থামাতে ভারতের স্পষ্ট বার্তা, 'চিনের এই আচরণ নীতি বিরুদ্ধ। 'অরুণাচলপ্রদেশের বিভিন্ন জায়গায় নাম বদলের চেষ্টা বরদাস্ত নয়'

চিনের সরকারি সংবাদসংস্থার এক্স হ্যান্ডল

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ''আমরা লক্ষ্য করেছি চিন আমাদের রাজ্য অরুণাচল প্রদেশের কিছু স্থানের নাম বদলের নিরর্থক ও অযৌক্তিক চেষ্টা  করে চলেছে।'' তিনি স্পষ্ট করে দেন ''আমরা আমাদের নীতিগত অবস্থান অনুযায়ী এই ধরনের প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি।''  এছাড়াও চিনকে কড়া বার্তা দিয়ে ভারতে ব্লক করে দেওয়া হয়েছে চিনের সরকারি সংবাদসংস্থার এক্স হ্যান্ডল পেজটি।