নয়াদিল্লি: পরমাণু শক্তি সম্পন্ন, শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত। ভারতীয় নৌবাহিনী বৃহস্পতিবার এই পরীক্ষা করেছে। ৩৫০০ কিলোমিটার পাল্লার K-4 ক্ষেপণাস্ত্রটিকর সফল উৎক্ষেপণ হয়েছে আজ। ভারতীয় নৌবাহিনীর পরমাণুশক্তি সম্পন্ন সাবমেরিন INS Arighaat থেকে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ হয়। সেটি গিয়ে পড়ে বঙ্গোপসাগরে। (K-4  Nuclear-Capable Missile)


ভারতীয় নৌবাহিনীতে ক্ষেপণাস্ত্রের সংযুক্তিকরণ প্রতিরক্ষা ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে রইল। বিশেষ করে শত্রুপক্ষের ছোড়া পরমাণু অস্ত্র প্রতিরোধ করার শক্তিবৃদ্ধির ক্ষেত্রে এবং নিজেদের পারমাণবিক শক্তি যাচাইয়ের ক্ষেত্রে। (Indian Navy)


সংবাদ সংস্থা ANI প্রতিরক্ষা বিভাগের একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, পরীক্ষার ফলাফল খুঁটিয়ে দেখা হচ্ছে। এর পর সেনা এবং রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি জানানো হবে। ক্ষেপণাস্ত্রটি কেমন পারফর্ম করল, জানানো হবে বিশদে। ভারতের তিন বাহিনীকে পরমাণু শক্তিতে যোগ্য করে তুলতে, শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করতে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। 



K-4 ক্ষেপণাস্ত্রটি সমুদ্রের নীচ থেকে উৎক্ষেপণের জন্যউ তৈরি। ভারতের অস্ত্রভাণ্ডারে সেটির সংযুক্তিকরণ অত্যন্ত জরুরি ছিল। Defence Researh and DEvelopment Organisation (DRDO) K-4 নিয়ে দীর্ঘমেয়াদি পরীক্ষানিরীক্ষা চালিয়েছে, যাতে কোথাও কোনও খামতি না থেকে যায়। এদিন সেই পরীক্ষা সফল হল।


২০২৪ সালের অগাস্ট মাসে ভারতীয় নৌবাহিনী INS Arighaat হাতে পায়। বিশাখাপত্তনমের Ship Building Centre and Boats Advanced Technology থেকে সেটি পায় নৌবাহিনী।  আগের সব ক্ষেপণাস্ত্র প্রযুক্তির চেয়ে এই প্রযুক্তি অনেক গুণ বেশি শক্তিশালী। এই পরীক্ষা সফল হওয়ার পরই সেটি অভিযানের জন্য একেবারে প্রস্তুত হল। 


INS Arighaat-এই বসানো থাকবে K-4 ক্ষেপণাস্ত্র। ৩৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম এটি। INS Arihant-এর K-15 ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী।  K-15 ৭৫০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। 
পরমাণু শক্তিঘর বাহিনী হিসেবে ভারতের নৌবাহিনীর হাতে উঠেছে INS সাবমেরিন। ২০১৮ সালে INS Arihant প্রথম হাতে পায় ভারতীয় নৌবাহিনী। এর পর আসে INS Arighaat. প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ INS Arighaat-কে নৌবাহিনীর হাতে তুলে দেন। এতে প্রযুক্তিগত ভাবে বারত আরও বেশি আত্মনির্ভরশীল হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।