নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারিতে তোলপাড় জাতীয় রাজনীতি, তার আঁচ এবার গিয়ে পড়ল ভারতের বিদেশনীতির উপরও। কেজরিওয়ালের গ্রেফতারিতে মুখ খুলেছে জার্মানি। গণতান্ত্রিক নীতি এবং বিচারব্যবস্থার স্বাধীনতার প্রসঙ্গ উঠে এসেছে তাদের মুখে। সেই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাল দিল্লি। বাইরের রাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে জানানো হল। শুধু তাই নয়, ভারতে মোতায়েন জার্মান রাষ্ট্রদূতকে বিদেশমন্ত্রকে তলবও করা হল। (India Summons German Envoy)


আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতে কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। লোকসভা নির্বাচনের আগে, নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালু থাকাকালীন, রাজসাক্ষীর বয়ানের ভিত্তিতে দিল্লির নির্বাচিত মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই আবহেই জার্মানি বিষয়টি নিয়ে মুখ খোলে।


কেজরিওয়ালের গ্রেফতারির নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ উঠছে। সেই নিয়ে জার্মান বিদেশ মন্ত্রকের মুখপাত্র সেবাস্টিয়ান ফিশারকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, "বিষয়টি নজরে এসেছে আমাদের। ভারত একটি গণতান্ত্রিক দেশ। সেখানে বিচারবিভাগের স্বাধীনতা এবং মৌলিক গণতান্ত্রিক নীতি কার্যকর বলেই আশা রাখি আমরা। এই মামলার ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে বলে আশা করব।"



আরও পড়ুন: Swara Bhaskar: অভিনয় ছেড়ে সক্রিয় রাজনীতিতে? লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন স্বরা


ফিশার আরও বলেন, "ন্যায্য এবং নিরপেক্ষ বিচার পাওয়ার অধিকার রয়েছে কেজরিওয়ালের। আইনি সুযোগসুবিধা থেকে তাঁকে কোনও ভাবে বঞ্চিত হতে হবে না বলে আশা করা যায়। আইনের শাসনে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অভিযুক্ত নির্দোষ। আমাদের আশা, এক্ষেত্রেও সেই নীতি মেনেই চলা হবে।"


ফিশারের ওই মন্তব্য সামনে আসার পরই তীব্র প্রতিক্রিয়া জানানো হয় দিল্লির তরফে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এই ধরনের মন্তব্যকে বিচারপ্রক্রিয়ায় হস্তক্ষেপ হিসেবেই দেখছি আমরা। আমাদের বিচারবিভাগের স্বাধীনতার অবমূল্যায়ন হচ্ছে। ভারত একটি উজ্জ্বল এবং মজবুত গণতান্ত্রিক দেশ।- এখানে আইনের শাসন কায়েম রয়েছে। আইন আইনের পথেই চলবে। এক্ষেত্রে অযাচিত পক্ষপাতিত্বমূলক আচরণ কাম্য নয়'। 


কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে যে মন্তব্য করেছেন ফিশার, সেই নিয়ে দিল্লিতে মোতায়েন জার্মান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন জর্জ এঞ্জওয়েলারকে তলব করা হয়েছে বলেও জানান রণধীর। সাউথ ব্লকে বিদেশ মন্ত্রকের দফতরে হাজির হতে বলা হয়েছে তাঁকে।