নয়াদিল্লি: পাকিস্তানের সিন্ধু প্রদেশে যেভাবে এক হিন্দু তরুণীকে তাঁর বিয়ের মণ্ডপ থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ম পরিবর্তন করে এক মুসলমানের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাল ভারত। পাক হাই কমিশনের এক বরিষ্ঠ আধিকারিককে সমন পাঠিয়ে ডেকে পাঠিয়ে কড়া ডিমার্শে জারি করেছে তারা।

ভারতী বাঈ নামে ২৪ বছরের ওই তরুণীকে হালা শহরে তাঁর বিয়ের আসর থেকে কয়েকজন তুলে নিয়ে যায়। তাদের সাহায্য করে স্থানীয় পুলিশ। এরপর জোর করে ধর্ম পরিবর্তন করিয়ে অপহরণকারীদের একজনকে বিয়ে করতে বাধ্য করা হয় তাঁকে। ভারত সরকার পাকিস্তানকে এ ব্যাপারে তদন্ত করতে বলেছে, বলেছে, সে দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা করতে।   এ ধরনের ঘৃণ্য অপরাধে অপরাধীদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

এছাড়া ২৬ তারিখ সিন্ধুর থারপার্কার এলাকায় মাতারানি ভাতিভানি মন্দির অপবিত্র করা নিয়েও দিল্লি ডিমার্শে জারি করেছে।