আলিয়া ভট্টের ক্ষেত্রে ঠিক যেমনটা ঘটল। কঙ্গনা এ বছর পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, পুরনো ঝামেলা ভোলার চেষ্টায় তাঁকে ফুলের তোড়া পাঠিয়ে অভিনন্দন জানান আলিয়া। কঙ্গনা কিছু না বললেও রঙ্গোলি তক্ষুনি টুইটারে লিখে ফেলেন, এই দ্যাখো, আলিয়াও ফুল পাঠিয়েছে। কঙ্গনা তো জানে না কিন্তু আমার ভীষণ মজা লাগছে।
আলিয়া অবশ্য এই সব বাঁকা কথায় কান দিচ্ছেন না। ওরা যা পারে বলুক, আমি কঙ্গনার জন্য খুশি। তিনি মন্তব্য করেছেন।
কঙ্গনা-রঙ্গোলি দুই বোনই আলিয়াকে একাধিকবার আক্রমণ করেছেন। কখনও বলেছেন, ও তো অভিনয় করতেই পারে না, কখনও বলেছেন, বলিউডে টিকে আছে বাবা মহেশ ভট্টের জোরে। নিজের কোনও বিষয়ে মতামত নেই, কর্ণ জোহরের পুতুল হিসেবেও তাঁরা তাঁকে দাগিয়ে দিয়েছেন। আলিয়া অবশ্য বিতর্ক থেকে নিজেকে সরিয়ে রাখতেই ভালবাসেন। কঙ্গনার মতো সব বিষয়ে মতামত রাখার ক্ষমতা তাঁর নেই, নিজের মত নিজের কাছেই রাখতে চান বলে জানিয়েছেন তিনি।