নয়াদিল্লি: ১১ তারিখের আগে মঞ্জুর হওয়া ফ্রান্স, জার্মানি ও স্পেনের নাগরিকদের ভারতে আসার ভিসা স্থগিত রাখা হল।  করোনাভাইরাস সংক্রমণের জেরে এই সিদ্ধান্ত নিল ভারত সরকার। এই তিন দেশের যাঁরা এখনও এদেশে এসে পৌঁছননি তাঁদের ক্ষেত্রেও এই নিষেধ প্রযোজ্য হবে।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, ই-ভিসার ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। অন্য যে সব বিদেশি নাগরিকদের এই তিন দেশে এ বছর পয়লা ফেব্রুয়ারি বা তারপর ভ্রমণের ইতিহাস রয়েছে তাঁদের রেগুলার ভিসাও স্থগিত করা হচ্ছে। যাঁরা এখনও এ দেশে পৌঁছননি তাঁদের ক্ষেত্রে একই ব্যবস্থা।


তবে যে বিদেশিরা ভারতে ইতিমধ্যেই এসে গিয়েছেন, তাঁদের ভিসার ওপর কড়াকড়ি হচ্ছে না।  তাঁরা ই-এফআরপিও-র মাধ্যমে নিকটতম ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে ভিসা বৃদ্ধি বা অন্য কারণে যোগাযোগ করতে পারেন, দরকারে নিতে পারেন নিজস্ব দূতাবাসের সাহায্য।