দেখুন: শুভমনের সঙ্গে ধাক্কা এড়িয়ে দুরন্ত ক্যাচ জাডেজার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Dec 2020 06:41 PM (IST)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিনের শেষে ভালো জায়গায় ভারত। এদিন ভারতের দুরন্ত বোলিং পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৫ রানে গুটিয়ে গিয়েছে। এদিনের ম্যাচে একটি ঘটনা বিশেষ করে নজর কেড়েছে। তা হল রবীন্দ্র জাডেজার দুরন্ত ফিল্ডিং। এমনিতেই অসাধারণ ফিল্ডার জাডেজা।
মেলবোর্ন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিনের শেষে ভালো জায়গায় ভারত। এদিন ভারতের দুরন্ত বোলিং পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৫ রানে গুটিয়ে গিয়েছে। এদিনের ম্যাচে একটি ঘটনা বিশেষ করে নজর কেড়েছে। তা হল রবীন্দ্র জাডেজার দুরন্ত ফিল্ডিং। এমনিতেই অসাধারণ ফিল্ডার জাডেজা। এদিন ক্যাচ ধরার পথে ব্যাঘাত চমৎকারভাবে সামলালেন ভারতীয় দলের অলরাউন্ডার। অনেকটা দৌড়ে এসে ম্যাথু ওয়েডের ক্যাচ তালুবন্দি করলেন তিনি। অস্ট্রেলিয়া ইনিংসের ১৩ তম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলের ফ্লাইটে পরাস্ত হন ওপেনার ম্যাথু ওয়েড। লফটেড শট খেলতে গিয়ে টাইমিং ঠিকঠাক হয়নি তাঁর। ক্যাচ ধরতে জাডেজা ও শুভমন গিল-দুজনেই দৌড়ে আসেন। শেষমুহুর্তে একে অপরের সঙ্গে ধাক্কা লাগার উপক্রম হয়। সেই আশঙ্কা এড়িয়েই ক্যাচ ধরে ফেলেন জাডেজা। ক্রিকেট অস্ট্রেলিয়া ওই ঘটনার ভিডিও ট্যুইটারে শেয়ার করে লিখেছে,প্রায় বিপর্যয় ঘটতে চলেছিল। কিন্তু জাডেজা লক্ষ্যে অটুট থেকে ক্যাচ তালুবন্দি করলেন। এর আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। শুরু থেকেই চমৎকার লাইন ও লেংথে বল করতে শুরু করেন ভারতীয় বোলাররা। তৃতীয় ওভারেই আঘাত হানেন জসপ্রিত বুমরাহ। জো বার্নসকে শূন্য রানে ফিরিয়ে দেন তিনি। এরপর অশ্বিন ম্যাথু ওয়েড ও স্মিথকে ফিরিয়ে অজি শিবিরে বড়সড় ধাক্কা দেন। সিরিজে অস্ট্রেলিয়া ১-০ এগিয়ে।