আগামী বছরও সম্ভবত থাকবে করোনা, বললেন এইমস ডিরেক্টর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Sep 2020 07:35 AM (IST)
গুলেরিয়া বলেছেন, ২০২১-এ যে করোনা চলে যাবে এমন কোনও নিশ্চয়তা নেই। তবে এইটুকু বলা যেতে পারে, অসুস্থতার গ্রাফ এখনকার মত আর উঠবে না।
নয়াদিল্লি: করোনাভাইরাস এখনই যাচ্ছে না। সম্ভবত ২০২১-এও করোনা মুক্ত হতে পারব না আমরা। দিল্লি এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া এই আশঙ্কা প্রকাশ করেছেন। দেশে দ্বিতীয় দফার সংক্রমণ শুরু হয়েছে, আগামী কয়েক মাস রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন তিনি। গুলেরিয়া বলেছেন, ২০২১-এ যে করোনা চলে যাবে এমন কোনও নিশ্চয়তা নেই। তবে এইটুকু বলা যেতে পারে, অসুস্থতার গ্রাফ এখনকার মত আর উঠবে না। এখনকার অতিমারী পরিস্থিতি আগামী বছরের শুরুতে সম্ভবত আর থাকবে না। তিনি বলেছেন, সব কিছু ঠিকঠাক চললে এ বছরের শেষেই তৈরি হয়ে যাবে করোনা টিকা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, গতকাল ভারতে ৮৬,৪৩২ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪০,২৩,১৭৯। একই সঙ্গে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও বাড়ছে, এখনও পর্যন্ত ৩১,০৭,২২৩ জন করোনা মুক্ত হয়েছেন। সেরে ওঠার গড় ৭৭.২৩ শতাংশ। এখনও পর্যন্ত ৬৯,৫৬১ জন এই অসুখে প্রাণ হারিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১০৮৯ জনের করোনায় মৃত্যু হয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ থেকে বেড়ে ২১ দিনে হয় ২০ লাখ। তারপর মাত্র ১৬ দিনে সংখ্যাটা ৩০ লাখ টপকে যায়। ১৩ দিনে টপকায় ৪০ লাখ। এর আগে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ছুঁতে ১১০ দিন সময় লেগেছিল। অথচ ১০ লাখ টপকাতে সেই সময়ই কমে দাঁড়ায় মাত্র ৫৯ দিন।