শ্রীনগর: নিহত সন্ত্রাসবাদীর স্মরণে ক্রিকেট ম্য়াচ! জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় নিহত জঙ্গি কম্যান্ডারকে ‘গৌরবান্বিত করতে’ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট খেলায় ১০ তরুণকে বেআইনি কার্যকলাপ রোধ আইনে (ইউএপিএ) গত বৃহস্পতিবার অভিযুক্ত করা হয়েছে।
২০১৯ সালে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত সন্ত্রাসবাদী কম্য়ান্ডার সৈয়দ রুবানের ভাই নাকি ওই ম্যাচের মূল আয়োজক। জম্মু ও কাশ্মীর পুলিশ ৯ ক্রিকেটার ও সেই উদ্য়োক্তাকে অভিযুক্ত করেছে। সন্ত্রাসবাদীদের হিরো বা নায়কের মর্যাদা দেওয়া ইউএপিএ-তে অপরাধ বলে জানিয়েছেন জনৈক পুলিশ অফিসার। তিনি বলেছেন, তাজামুল নামে ওই আয়োজক নিজের সন্ত্রাসবাদী ভাইয়ের স্মরণে জার্সি বিলি ও ম্যাচের আয়োজন করে। প্রচুর লোক সেই ম্যাচ দেখতে জড়োও হয়। এপর্যন্ত ১০ ইউএপিএ-তে অভিযুক্ত হয়েছে। সন্ত্রাসবাদকে গৌরবান্বিত করার স্পষ্ট উদ্দেশ্য নিয়েই ম্যাচের আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
ভারতে সন্ত্রাসবাদী, অবৈধ কাজকর্ম করা বেআইনি সংগঠনকে ঠেকাতেউ বহাল হয়েছে ইউএপিএ। আইনে দেশের ঐক্য় ও সংহতির পরিপন্থী কার্যকলাপের সাজা সাত পর্যন্ত মেয়াদের জেল, সঙ্গে জরিমানাও।
সূত্রের খবর, ম্যাচের আয়োজকদের বিলি করা জার্সিতে নিহত সন্ত্রাসবাদীর নাম লেখা ছিল। ১০জনকে অভিযুক্ত করা হয়েছে ইউএপিএ-তে। মূল উদ্য়োক্তা সৈয়দ রুবানকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদ সংস্থা আগে জানিয়েছিল, তার নিহত ভাইয়ের খুব পছন্দের খেলা ছিল ক্রিকেট। সে বলেছে, আমার ভাই ক্রিকেট খুব ভালবাসত বলে ক্রিকেটের ইউনিফর্ম বিলি করেছি। ট্যালেন্টেড ক্রিকেটার ছিল ও, ক্রিকেট প্রেমের জন্য বন্ধুরাও ওকে শ্রদ্ধা করত।
রুবান ছিল নাজিনপোরা সোপিয়ানের বাসিন্দা। ২০১৮য় সন্ত্রাসবাদের খাতায় নাম লেখায় সে। গত জানুয়ারিতে প্রাক্তন ডেপুটি পুলিশ সুপার দেবিন্দর সিংহের সঙ্গে গ্রেফতার হওয়া হিজবুল মুজাহিদিন কমান্ডার সৈয়দ নাভিদ বাবুর আত্মীয় ছিল রুবান।