কোট্টায়ম (কেরল): ১০০-র কোটা পেরিয়ে গিয়েছে বয়স। কিন্তু বয়স যে একটা সংখ্যা মাত্র তা ফের একবার প্রমাণ করলেন কেরলের (Kerala) কোট্টায়মের (Kottayam) কুট্টিআম্মা। তাঁর বয়স ১০৪। এই বয়সেও কেরলের সাক্ষরতা পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮৯ পেয়েছেন কুট্টিয়াম্মা (Kuttiyamma)। শুনতে গল্পের মতো লাগলেও ঘটনা একেবারে সত্যি। কঠিন অধ্যাবসায়ে কেরলের সাক্ষরতা (Kerala State Literacy Mission) পরীক্ষায় দারুণ ফলাফল করেছেন বৃদ্ধা।
বয়সের ভারে যখন নুইয়ে পড়ার কথা। তখনই ঘুরে দাঁড়ানোর নজির গড়লেন বৃদ্ধা। তাঁর বার্ধক্য পড়াশোনায় বাঁধা হতে পারেনি। বয়সজনিত হাজারও প্রতিকূলতা কাটিয়ে অন্য এক গল্প বুনেছেন তিনি। স্বাভাবিক হিসেব মতো যখন তাঁর গল্প শেষ হওয়ার কথা, ঠিক তখনই নতুন করে শুরু করলেন কুট্টিয়াম্মা। জানা গিয়েছে, এর আগে কখনও স্কুলে যাননি কুট্টিয়াম্মা। তিনি পড়তে পারলেও লিখতে পারেন না। সাক্ষরতা পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়েই প্রথম কাগজ-কলমের সঙ্গে পরিচয়। বর্তমানে তিনি চতুর্থ শ্রেণির উপযুক্ত হয়েছেন। এই শ্রেণির প্রশ্নপত্রের উত্তর লিখতে সক্ষম ৷ ইতিহাসও শিখেছেন ৷ সবমিলিয়ে ১০৪-এও একই রকম দাপুটে 'যুবতী' কুট্টিয়াম্মা (Kuttiyamma)।
কুন্নুমপুরম অঙ্গনওয়াড়ির পরিচালিত সাক্ষরতা পরীক্ষা। সেই পরীক্ষায় বসেছেন ১০৪ বছর বয়সী কুট্টিয়াম্মা। যদিও পরীক্ষায় বসেছিলেন তাঁর অন্যান্য প্রবীণা সহপাঠীরাও। তাঁর মধ্যে থেকেই কুট্টিয়াম্মা নিজেকে প্রমাণ করেছেন। তাঁর সাফল্য অনেকের কাছেই অনুপ্রেরণা। কুট্টিয়াম্মার নতুন শুরুতে তাঁকে শুভেচ্চাবার্তা জানিয়েছেন কেরলের শিক্ষা মন্ত্রী ভি শিবানকুট্টিও (V. Sivankutty)।
আরও পড়ুন: Mumbai : মুম্বইয়ে বোমা হামলার হুমকি দিয়ে ফোন, বাড়ল নিরাপত্তা