নয়াদিল্লি: নিম্নমুখী দেশের করোনা-গ্রাফ (India Coronavirus Update) । দৈনিক সংক্রমণের পাশাপাশি, উল্লেখযোগ্যভাবে কমল মৃত্যু।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৫ জনের। গতকাল একদিনে ৫৫৫ জনের মৃত্যু হয়। এদিনের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৭১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ৮৫০। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার ৯১৮। এই সংখ্যা গত ৫২২ বা ১৭ মাসে সর্বনিম্ন। 


দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৩৭ হাজার ৮৫৯। এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ লক্ষ ৬৩ হাজার ৫৩০। 


এখনও পর্যন্ত দেশজুড়ে করোনার বিরুদ্ধে টিকাকরণ অভিযানে ১১২ কোটি এক লক্ষ ৩ হাজার ২২৫ টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গত একদিনে দেওয়া হয়েছে ৫৭ লক্ষ ৪৩ হাজার ৮৪০ টিকার ডোজ। 


উল্লেখ্য, গত টানা ৩৭ দিন ধরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজারের কম রয়েছে। ৫০ হাজারের কম রয়েছে টানা ১৪০ দিন। মোট আক্রান্তের নিরেখে অ্যাক্টিভ কেসের হার ০.৩৯ শতাংশ। এই হার গত বছরের মার্চের পর সর্বনিম্ন। দেশে গড় রিকভারি রেট বর্তমানে ৯৮.২৬ শতাংশ। গত বছরের মার্চের পর তা সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ কেসের সংখ্যা কমেছে ৩৯০।  করোনায় দেশে মৃত্যুর হার এখন ১.৩৫ শতাংশ।


কেরলেও  কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। শনিবার কেরলে ২৯ স্বাস্থ্যকর্মী সহ করোনা আক্রান্তের সংখ্যা ৬,৪৬৮। মৃতের সংখ্যা ২৩। সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫০ লক্ষ ৫৫ হাজার ২২৪। মোট মৃতের সংখ্যা ৩৫,৬৮৫।


 





;