নয়াদিল্লি: শূন্যপদের (Vacant Post) সংখ্যা মাত্র ১৫। আর তাতে আবেদনকারীর সংখ্যা ১১ হাজার। পরীক্ষাকেন্দ্রের বাইরে থিকথিকে ভিড়। চাকরির পরীক্ষা দেওয়ার জন্য গত শনি ও রবিবার পরীক্ষাকেন্দ্রে দেখা যায় এই ছবি। ঘটনা মধ্যপ্রদেশের (Madhyapradesh) গ্বলিয়রের। জানা গিয়েছে, চাকরিপ্রার্থীরা এসেছিলেন উত্তর প্রদেশ (Uttarpradesh) থেকেও।
এই ১৫টি শূন্যপদের (Vacant Post) তালিকায় রয়েছে পিওন, ড্রাইভার, ওয়াচম্যান পদ। চাকরিপ্রার্থীদের মধ্যে কেই দশম শ্রেণি উত্তীর্ণ, কেউ স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়র, এমবিএ, এমনকী কেউ আবার আইনের ছাত্র। অজয় বাঘেল নামে এক পরীক্ষার্থী জানান, "আমি বিজ্ঞানে স্নাতক। পিওনের পদের জন্য আবেদন করেছি। পিএইচডি করছেন এমন ব্যক্তিও চাকরির জন্য আবেদন করেছেন।'' আইন নিয়ে স্নাতক করেছেন জিতেন্দ্র মৌর্য। চাকরিপ্রার্থীদের তালিকায় রয়েছে তাঁর নামও। তিনি জানান, "আমি ড্রাইভার পদের জন্য আবেদন করেছিলাম। একইসঙ্গে বিচারপতির চাকরির জন্যও প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ যে বই কেনার মতো টাকা নেই। তাই একটা চাকরি হলে খানিকটা সুরাহা হবে বলেই আবেদন করা।''
মধ্যপ্রদেশে চাকরিপ্রার্থীদের এই আবেদন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দিনকয়েক আগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান (Chief Minister Shivraj Singh Chauhan ) বলেন, এক বছরে এক লক্ষ নিয়োগ করা হবে। কোনও শূন্যপদ ফাঁকা রাখা হবে না। সবাই সরকারি চাকরি চায়। কিন্তু সত্যি বলতে কী সবাই সরকারি চাকরি পায় না। তথ্য বলছে অন্য কথা। রাজ্যের কর্মসংস্থান নিবন্ধনের তথ্য অনুযায়ী ৩২ লক্ষ ৫৭ হাজার ১৩৬ জন বেকার। শুধু শিক্ষা দফতরেই (School Education Department) শূন্যপদের সংখ্যা ৩০ হাজার ৬০০। স্বরাষ্ট্র দফতরে ৯ হাজার ৩৮৮, স্বাস্থ্য দফতরে ৮ হাজার ৫৯২, রাজস্ব দফতরে ৯ হাজার ৫৩০। এছাড়াও আরও এক লক্ষ শূন্যপদ রয়েছে সরকারের বিভিন্ন দফতরের।
আরও পড়ুন: Andhra BJP Promises: দল ১ কোটি ভোট পেলে ৭৫ টাকায় মদ! আজব প্রতিশ্রুতি অন্ধ্রের বিজেপি সভাপতির