নয়াদিল্লি: হাতে হাতকড়া পরানো হলেও, প্রমাণের অভাবে আগেও ছেড়ে দিতে হয়েছিল তাঁকে। কিন্তু এ বার একেবারে আটঘাট বেঁধে ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ (1993 Mumbai Serial Blast)) মামলার অন্যতম অভিযুক্ত তথা কুখ্যাত জঙ্গি আবু বকরকে (Abu Bakr) গ্রেফতার করলেন ভারতীয় গোয়েন্দারা (Indian Investigation Agencies)। সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) তাঁকে গ্রেফতার করা হয়েছে। খুব শীঘ্রই ভারতে আনা হবে তাঁকে।
মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) অত্যন্ত ঘনিষ্ঠ আবু। তাঁর পুরো নাম আবু বকর আবদুল গফুর শেখ। ১৯৯৭ সালেই তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করা হয়। কিন্তু কখনও পাকিস্তানে (Pakistan), কখনও আবার সংযুক্ত আরব আমিরশাহিতে আশ্রয় নিয়ে গোয়েন্দাদের চোখে ধুলো ছুড়ে যাচ্ছিলেন আবু।
এর আগে, ২০১৯ সালেও আবুকে পাকড়াও করেন ভারতীয় গোয়েন্দারা। কিন্তু প্রমাণ এবং তথ্য সংক্রান্ত গলদ থাকার সুযোগ নিয়ে সে বার গোয়েন্দাদের হাত থেকে নিস্তার পেয়ে গিয়েছিলেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহির আধিকারিকদের ব্যবহার করে ভারতে ফেরা থেকে নিষ্কৃতী পেয়ে গিয়েছিলেন। তবে এ বার একেবারে প্রস্তুতি নিয়ে নেমেছিলেন গোয়েন্দারা।
আরও পড়ুন: UP Election 2022: ‘পথে হল দেরি’, সময়ে মনোনয়ন জমা দিতে দৌড় লাগালেন মন্ত্রী
১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বই, তৎকালীন বম্বের বুকে পর পর ১২টি প্রাণঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। তাতে ২৫৭ জন মারা যান। জখম হন ৭০০-র বেশি মানুষ। তদন্তে জানা যায়, ভারতে জঙ্গিদের হাতে সোনা, জামাকাপড় এবং বিস্ফোরণ ঘটানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি পৌঁছে দিয়েছিলেন আবু।
১৯৯৩ মুম্বই বিস্ফোরণের অন্য অভিযুক্তরা হলেন আবু সালেম (Abu Salem), ফারুক টাকলা (Farooq Takla)। আগেই গ্রেফতার করা হয়েছে তাঁদের। ওই বিস্ফোরণকাণ্ডের মূল চক্রী ছিলেন দাউদ। এখনও পর্যন্ত তাঁর নাগাল মেলেনি। পাকিস্তান সরকারের নিরাপদ আশ্রয়ে দাউদ রয়েছেন বলে দাবি ভারতীয় গোয়েন্দাদের।