লখনউ: কাগজপত্র সব গুছিয়ে নিয়ে বেরোতে দেরি হয়ে গিয়েছিল। অথচ নির্বাচনী (Election Nomination) মনোনয়ন না দিলেই নয়। তাই গলায় মালার পাহাড় নিয়েই রাস্তা ধরে দৌড় লাগালেন গেরুয়াবসনে আবৃত মন্ত্রী। তাঁকে অনুসরণ করে পিছু পিছু ছুটলেন নিরাপত্তারক্ষী কর্মী-আধিকারিক এবং সংবাদমাধ্যমের কর্মীরাও। ।


উত্তরপ্রদেশের (UP Election 2022)  ক্রীড়ামন্ত্রী উপেন্দ্র তিওয়ারি (Upendra Tiwari)। আসন্ন বিধানসভা নির্বাচনে ফেফনায় তাঁকে প্রার্থী করেছে বিজেপি (BJP)। শুক্রবার জেলা দফতরে গিয়ে মনোনয়ন পত্র জমা দেবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু সব কিছু গুছোতে গুছিয়ে, সমর্থকদের অভিবাদন সেরে বেরোতে দেরি হয়ে যায় মন্ত্রীর।


তাই ভিড় পরিবৃত অবস্থাতেই দৌড়তে শুরু করেন উপেন্দ্র। একটানা দৌড়তে গিয়ে মাঝে মধ্যে হাঁফ ধরে যাচ্ছিল। তাই কিছু দূর দৌড়ে, আবার কিছু দূর হেঁটেই এগোতে শুরু করেন তিনি। তবে জেলা দফতরে পৌঁছনোর পর আর পিছন ফিরে তাকাননি তিনি। বরং একটানা দৌড়েই পৌঁছন দফতরের অন্দরে।



আরও পড়ুন: Rahul Gandhi Updates: মা সরস্বতী পক্ষপাতিত্ব করেন না, কলেজে হিজাব বিতর্ক নিয়ে বার্তা রাহুলের


নেটমাধ্যমে মনোনয়ন জমা দিতে যাওয়া মন্ত্রীর সেই দৌড়ের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তবে তা নিয়ে সমালোচনার মুখেও পড়তে হচ্ছে উপেন্দ্রকে। কারণ বালিয়ার জেলা দফতরে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা দুপুর ৩টে পর্যন্ত হলেও, ফেফনা বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই দৌড়ঝাঁপ করে মনোনয়ন জমা দেওয়ার প্রয়োজন কেন পড়ল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।


আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সাত দফায় বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে। ভোটের ফলাফল ঘোষণা ১০ মার্চ। সেখানে দ্বিতীয় বার ক্ষমতায় ফিরতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তাঁকে কড়া টক্কর দিচ্ছেন সমাজবাদী পার্টির প্রধান এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav)। অন্য দিকে, প্রিয়ঙ্কা গাঁধীর (Priyanka Gandhi Vadra) ভর করেই সেখানে ভোটের লড়াইয়ে নামছে কংগ্রেস (Congress)। যদিও তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নেই কেউ।